Friday, June 3, 2011

lekha

CCP ki-naa jaani naa... bracket-er part ki-naa taao... Jadio bracket-er resh ekhono aachhe... taar thekei lekhaa...

স্পৃহা

নিজের কাছেই ফিরে আসি
ঘাড় গুঁজে বসে আছে দিশা ও বিদিশা
খুব রাত্রি হয়
ঝিম ধ’রে গোটানো কপাটে

আঙ্গুল থেকে ছাড়িয়ে আনি জড়তা
শাদা প্লেটে রাখি
মূল্যবান করি

ভোর হয়
আলো ছপছপ ক’রে ঢোকে আমার প্রতিবিম্ব
তার প্রকাশ ভঙ্গিমা
ভাবি কোথায় লেগেছে অসামান্য আলস্যঋতু

যাবতীয় মৌল, মৌলের অকারণগুলি
ফিরে এল
তবু মায়াটি এল না

দু’একটা দেখার মধ্যে বৃষ্টির পূর্বাভাস থাকে
দু’একটা শোনার ভেতর চলে যাওয়ার শব্দ

প্রতিধবনির মধ্যে ঢুকে যাই
বেজে উঠি ফাঁকা মানুষের নিরালম্ব স্পৃহা
‍‍‍

নুন

এরপর দৃশ্য বন্ধ করে
ঢুকে পড়ি পাতার ভেতর
রিপু বেয়ে আন্দাজ ওঠে

দেখার ভেতর সেভাবে থাকার কথা ছিলো না
চেনার মত শুকনো স্বল্পতা
ঘুরে বসাবার মত কোল

খুব দূরে চলে গেছে যাওয়া
যাওয়ার হাত ধরে পরিষ্কার চলে গেছে মন
ভাবনার চোখে অন্য কে আর তেমন ভাব

কুলিয়ে ওঠার মত নুন
‍‍‍

মহড়া

ব্যাখ্যার মধ্যে সুস্থতা নামিয়ে রাখো
ব্যতিক্রম একটা জানলা মাত্র হয়ে ওঠে
কাল ফুল ফুটেছিল
তাই আজ বৃষ্টির দিকে এগিয়ে যাচ্ছে বাগান
যেন এই এক সার্থক একঘেয়েমি
এই এক বানচাল হয়ে ওঠা প্রান্ত

ওভাবে বসে থেকোনা
সন্ধান তোমার মধ্যে দীর্ঘ এক আনচান হয়ে উঠবে
ব্যাখ্যারাও বিশ্লেষিত হতে চাইবে
অবিশ্বাসী মুখ পর্যন্ত
দৌড়ে যাবে
বিশ্বাসযোগ্য হাসি

বেডরুমে একটা ভোর হচ্ছে
হলুদ ও ভঙ্গুর হয়ে উঠছে ছায়া
স্বচ্ছ হয়ে উঠছে পূর্ণতার মহড়া

4 comments:

  1. লেখা অবশ্যই ভাবাতে পারছে। পাঠকের আশেপাশে খোলা হাওয়ার ঝোঁক অনেকটা। কাজেই তার ব্রিদিং স্পেস বেড়েছে। পূর্ণতার দিকে যাওয়া এক মহড়া মাত্র - সেকথা ঠিক। এখন কথা হচ্ছে - মহড়াটা কিসের? গমনেচ্ছুকে দেখিয়ে দেওয়া? না গমনের ট্যাক্সনমির কথা বলা? কয়েকটা পংক্তি স্বদেশ সেনের উচ্চারণভঙ্গিকে মনে করায়। সব মিলিয়ে সেইরকমই লেখা হচ্ছে যাকে স্বতন্ত্র কবিতার নমুণা হিসেবে দেওয়া যায়।

    আর্যনীল

    ReplyDelete
  2. গমনেচ্ছুকে দেখিয়ে দেওয়া? না গমনের ট্যাক্সনমির কথা বলা? -- eTaa Tongue in the cheek bolaa ! na-ki seriousness-e :-) purNotaa ki paawaa Jaay ? mohoRaa-Taai ki sab noy ?

    ReplyDelete
  3. হ্যাঁ, হ্যাঁ তাই। টাঙ-ইন-চিক। :-) সত্যিই মহড়াটাই সব। দ্য মেকিঙ অফ দ্য ফিল্ম ইস মোর কম্লপিট দেন দ্য ফিল্ম ইটসেলফ।
    - আর্যনীল

    ReplyDelete
  4. দ্য মেকিঙ অফ দ্য ফিল্ম ইস মোর কম্লপিট দেন দ্য ফিল্ম ইটসেলফ।

    paanu chhabi ? :-)

    ReplyDelete