শব্দ স্পর্শ করে লেখা ভরা যোনী
স্পর্শের ঘরে ঢোকে সাপ
সাপের মর্মে থাকে “অতঃপর” ধ্বনি
ধবনির অন্তরালে ......
ব্র্যাকেটশহর – এই এক ভাস্বর মদ
যার নেশা পাথর-কুঁদিয়ে হয়ে ওঠে
আগলায়, ঠোকরায়
লিরিকের গলিতে বিশ্বাস বর্জন করে
সর্বাঙ্গ কড়া নাড়ে
অভিব্যাক্তি ছাড়াই
ঢুকে যায়
নিরীক্ষায়
দাঁতে
প্রমায়
কোন কিছুই আর পড়ে থাকে না
তবু “অতঃপর” উপচিয়ে ওঠে
এরপরও প্রয়োজন হয়
প্রামান্য পথ,
কুয়াশা ও
সেবাসদনের মত সায়া
দু’খুঁটির মাঝে ঝুল খাওয়া
মৌসুমির হেতু
sab theke bhaalo laaglo "kuyaashhaa o sebaasadanr mata saayaa... jhul khaaoaa mousumir hetu"
ReplyDeletebhaalo laaglo sabya daa, kintu dekhaa holo naa.
--- Nilabja
নীলাব্জ দেখা হবে । দেখা তো করতেই হবে । লেখা কই -- উড়ে গেলে কেন ?
ReplyDeleteসব্য
likhchhi sabya daa, kintu "paribishhayee" cheshhtaay phaaNki thaaklo ki naa bujhte paarchhi naa bole post korchhhi naa, aapaatata shudhu comment korchhi taai...
ReplyDelete--- Nilabja
Nilabja, aage lekhaa poRaao... CCP holo ki holo naa dekhaai jaak naa... lekho to...
ReplyDeletesabya