Wednesday, March 13, 2013

Remix

রিমিক্স / নীলাব্জ চক্রবর্তী



পিক্সেল বাড়িয়ে কমিয়ে
এই যে
আঁকা হচ্ছে বাড়ি ফেরার লোকাস
পাশের সিট ফাঁকা থাকাই তো ভালো
ট্যাক্সিচালকের ভালো লাগুক না লাগুক
ওই গানটাই                          ঘুরেফিরে বাজলো
ধোঁয়া ওঠা রাস্তার ভেতর
পাওয়ার হাউস দেখতে পাওয়ার কথায়
ইন্টারঅ্যাকশন রেশিও-র প্রতিশব্দ
আমি আন্তঃসম্পর্ক গুণাঙ্ক লিখবো কি না
আর ওটা ব্রেসিং মেম্বার নয়
হেলানো বাতিদান ছিলো
পুরনো রাস্তায়
পাশের সিট ফাঁকা থাকাই তো ভালো
রুমাল ভাগ করার ফুটপাথে কীভাবে যেন
চিলেকোঠার দাস্তান
কবিতায় লিরিকের ছাপ লাগিয়ে দিয়েছে
আপনার স্মৃতির মধ্যে মধ্যে          কোনোভাবে
আমারও স্মৃতির একটা দুটো বৈধ টুকরোর দ্বিধা
আর
পাশের সিট ফাঁকা থাকাই তো ভালো...