Wednesday, March 2, 2011

শুধু যাওয়া আসা শুধু স্রোতে ভাসা

ভাসানলালিত কথাপ্রণালী হাঁটছে আবার

শুধু যাওয়া কিংবা আসা থেকে

ভালোবাসা

অনেকটা পরিসর

দরিয়াও হতে পারে

কিংবা নদী

মিথ হয়ে যাওয়া দু একটা পিরানহা

হা খুলে রেখে ছড়িয়ে দিচ্ছে ক্ষুধ্‌ ও কাতরতা


আমি হা থেকে হুতাশ বুনে যাই নিরন্তর

তবু পরানের দেখা নাই রে...


সান্ধ্যস্বরে সোনাটা

নীল পিয়ানো

দহন


না হে পরান-------এই সমস্ত দহন টহনের কোনো উপসর্গ নেই

ছিল না কোনোদিন...


চোখের ভেতর কেলাসিত বর্ণালী

খুলে ফেলতেই

সাদাকালোর কোলাজ

স্ফটিকমণি কেন যে বৃষ্টি ডাকল


গড়ানো জলের গল্পে পুরোনো মাংসের গন্ধ

রক্তের নেশা দিয়ে লিখে রাখা নাম

মাছের গায়ে কবেকার বদনাম

রুজভেল্ট মিথাচার


শিথিল হয়ে এলো পিরানের খোল করতাল

নিয়মের বোল বোলানো

পরানের দেখা থেকে না-দেখা পর্যন্ত


কোএক্সিয়ালে তখন আধো পরিচয়

স্বরের ভেতর জলাবর্ত

একটুকু ছোঁয়া থেকে পরশ পর্যন্ত

এই পথ

রঙিন সুতো বুনছে ফাগুনফরাশ

হাঁটু মুড়ে বসার ফরমায়েশে

আলম্ব আকাশ

শুনিয়ে যায় বেতারে জড়ানো পুরোনো ওঁ


হর্ষপুরাণদাহ পিছনে ফেলে হাঁটছি আবার

দিগন্ত থেকে গুটিয়ে নেওয়া দরবেশী আঁচল

তুলে রাখছে স্মৃতিমর্মর সিম্ফনি



4 comments:

  1. khub bhaalo laaglo runa... haa-r saathe hutaash boRo adbhut bhaabe elo...

    By the way, boi pelaam... jatna kore poRbo, Jadio paaThok hisebe aami besh ochol...aapnaar paaThaano boi-er envelope dekhe bujhlaam eto biggyan kothaa theke aase...ha ha...
    ... tobe aapnaader sangsthaar opor aamaar byapok raag... eto jhuliyechhe eto jhuliyechhe kahotabya noy...

    ReplyDelete
  2. bhalo laaglgo Runad-i. tobe tui-ekta jaiga te sobdo proyog niye ektu dhondo laaglo, ei dhorun 'co-axial' eta ki khub joruri chilo. aamar baktigoto bhabe mone mone hoy ei rokhom sobdo kobitar vitor dhuke gele chot kore ta jeno kane laage.

    ReplyDelete
  3. ধন্যবাদ সব্য সুকান্ত।

    সব্য, আমার কেমন যেন মনে হয়, পিরানের সঙ্গে হা জুড়েছিল বলেই তা আজও মিথ হয়ে আছে, যেমন কিছু স্বর আজন্ম মিথ হয়ে থেকে যেতে চায়...

    সুকান্ত, ইয়ে মানে একটা সিম্পল ল্যান্ডলাইন টেলিফোনের পারাপারে গড়ে উঠেছিল কবিতাটা। টেলিফোন, দূরভাষ, দূরশ্রবণ ইত্যাদি শব্দ ভেবেছিলাম। কিন্তু পরবর্তী শব্দ “জলাবর্ত” তৈরির জন্য আমার একটা মিডিয়াম দরকার ছিল। কোএক্সিয়াল যেমন একটা মিডিয়াম দিল তেমন আরো একটু হেল্প করল আমায়। কারণ ওই “একটুকু ছোঁয়া থেকে পরশ পর্যন্ত” – সম অক্ষের দাবী জানিয়েছিল। অর্থাৎ সমানে সমানে পাশা খেলার মত একটা ভাবনা।

    তবে এখন শব্দটা যদি কানে লাগে তবে আরো একবার ভেবে দেখতে হবে অন্য কিছু বসানো যায় কিনা।

    ReplyDelete
  4. সব্য, মানে সংস্থার ওপর আমারও খুব রাগ। গিলোটিনে ঝুলে ঝুলে একবার তো প্রায় কাঁদো কাঁদো... বারীনদা গম্ভীর হয়ে বোঝালেন , কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন - হা হা হা

    ReplyDelete