Saturday, March 5, 2011

bracket 6

এক প্রকারান্তর লাগে ব্র্যাকেট শহরে
জারি এক্ অনির্দিষ্ট সীমারেখা
জারি এক জরুরী লঙ্ঘন
তার জরুরী আত্মা
তার জালিম আত্মা
আত্মার্ জরুরী জালিম

মীমাংসাগুলি অভ্যস্ত হযে উঠছে
মাংসে ঋতুতে স্পৃহায়
ভ্রান্ত ও জরুরী অবস্থায

রেললাইনের্ পাশে দড়ি ও সুনির্দিষ্ট ক্ষুর
নিপুণ হযে উঠছে
ব্যবহার হযে উঠছে

--

তবে আত্মকথার্ মত বল
বল এক নিকেশসংক্রান্ত

এইখানে প্রভা ও প্রভার সামগ্রী
এইখানে বিভা ও বিভার্ সামগ্রী

ঐ চলে যাওয়া বিভা ও প্রভার

পরিত্যক্ত সামগ্রীগুলি
সামান্য হযে উঠছে
অনিবার্য হযে উঠছে

এই আমাদের ছোট হাতের চামচ
যার জলের দাগ কোনোদিন ফুরোবে না

--
সোফোক্লিস বলছিলেন -- এই যে দেয়ালগীতি এগুলো সবই সমুদ্রঅশ্বদের জন্য লেখা । খ্রীষ্টপূর্ব 739 এ । সভ্যতা তখন্ নির্ভরশীল সমুদ্রশস্যের ওপর । সমুদ্রঅশ্বরা কর্ষণ করতো জলতল । ঘুরিযে আনতো পুষ্টি । কার্থেজীয নৌসেনা শুরু করে এক্ জৈবযুদ্ধ্ । ওরা এক্ নতুন প্রজাতির্ হিংস্র ডাযাটম ছেড়ে দেয্ উপকুলে । ডাযাটমগুলি এক্ অভূতপূর্ব স্নাযুবিষে কাবু করে ফেলতো পুরুষ অশ্বদের ও তাদের সন্তানথলিতে সদ্যজাত অশ্বের মস্তিষ্কে জারি করতো নিজস্ব প্রজনন । সদ্যজাত অশ্বগুলি বিকৃত ও অশ্বমাংসলোভে ক্ষিপ্ত হযে ঊঠতো । বিশদ গবেষণার পর মহামতি আর্কিমিডিস, মোত্জার্ট ও মেহদী হাসান যৌথভাবে আবিষ্কার করেন এই গীতি । এবং শুশুকদের কন্ঠে তা স্থাপিত হয । কথিত এই সংগীত ডাযাটমগুলির মধ্যে সৃষ্টি করে পাল্টা উন্মাদনা ও তাদের্ আত্মহত্যায্ বাধ্য করে । যদিও মহর্ষি দেকার্তের্ মতে ডাযাটম একটি এককোষী algae বিশেষ-- উন্মাদনা ও আত্মহত্যা-জাতীয কমপ্লেক্স ব্যবহার্ একমাত্র জটিল প্রাণীদের ক্ষেত্রেই সীমাবদ্ধ যেমন মানুষ, লেমিং ও ভারতীয হস্তিনী । দেকার্তের মতে এই গীতি আসলে এক তরঙ্গধর্মী উত্সেচক । যা ডাযাটম কোষপ্রাচীরের আমিনোঅম্ল ও যৌগিক শর্করার শৃঙ্খলকে ভেঙে ফেলে ।

সোফোক্লিস আমাদের এইসব বলছিলেন । নেপথ্যে বাজছিলো আমাদিউস । বাইরে বৃষ্টি হচ্ছিলো । বৃষ্টি একটি চরাচর হযে উঠছিলো ।

--

উপলব্ধি আসেন জাকিযে বসেন
অনচ্ছ্ব করে দেন বাতাস
অনূভূতি

আমি ভাবি কবে ঘটনাস্থলের মত
ঋদ্ধ হযে উঠবে ঘটনা

ব্র্যাকেটশহর

4 comments:

  1. গদ্যাংশটা মারাত্মক রকমের হয়েছে সব্য
    আচ্ছা সোফোক্লিসকে দিয়ে বলালেন কেন? ওনার কোনো নাটকে কি সমুদ্র অশ্বের কথা আছে?

    ReplyDelete
  2. "dealgiti".. byapok :-)

    osadharon lekha hocchhe .. ei halka kore chuwe jawa , othocho cheRe na dewa-r ekTa bhongi - so unique..

    ReplyDelete
  3. sophocles ki bolechen aami ki jaani ? sirajuddulah ki fojli aam khaan ni ? tNaar kobaar aamashaa hoyechhe aami taar ki jaani ?:-)

    na na sophocles bracketshahare prathamei gum hoye gelen.. to naaToker modhye naaTyokaar ke firiye naa aanle chole ?

    ReplyDelete
  4. হে হে... মানে আমি এত অজ্ঞ মানুষ, সোফোক্লিসের কিছুই আমি পড়িনি, তাই জিজ্ঞেস করছিলাম আর কি

    ReplyDelete