এক প্রকারান্তর লাগে ব্র্যাকেট শহরে
জারি এক্ অনির্দিষ্ট সীমারেখা
জারি এক জরুরী লঙ্ঘন
তার জরুরী আত্মা
তার জালিম আত্মা
আত্মার্ জরুরী জালিম
মীমাংসাগুলি অভ্যস্ত হযে উঠছে
মাংসে ঋতুতে স্পৃহায়
ভ্রান্ত ও জরুরী অবস্থায
রেললাইনের্ পাশে দড়ি ও সুনির্দিষ্ট ক্ষুর
নিপুণ হযে উঠছে
ব্যবহার হযে উঠছে
--
তবে আত্মকথার্ মত বল
বল এক নিকেশসংক্রান্ত
এইখানে প্রভা ও প্রভার সামগ্রী
এইখানে বিভা ও বিভার্ সামগ্রী
ঐ চলে যাওয়া বিভা ও প্রভার
পরিত্যক্ত সামগ্রীগুলি
সামান্য হযে উঠছে
অনিবার্য হযে উঠছে
এই আমাদের ছোট হাতের চামচ
যার জলের দাগ কোনোদিন ফুরোবে না
--
সোফোক্লিস বলছিলেন -- এই যে দেয়ালগীতি এগুলো সবই সমুদ্রঅশ্বদের জন্য লেখা । খ্রীষ্টপূর্ব 739 এ । সভ্যতা তখন্ নির্ভরশীল সমুদ্রশস্যের ওপর । সমুদ্রঅশ্বরা কর্ষণ করতো জলতল । ঘুরিযে আনতো পুষ্টি । কার্থেজীয নৌসেনা শুরু করে এক্ জৈবযুদ্ধ্ । ওরা এক্ নতুন প্রজাতির্ হিংস্র ডাযাটম ছেড়ে দেয্ উপকুলে । ডাযাটমগুলি এক্ অভূতপূর্ব স্নাযুবিষে কাবু করে ফেলতো পুরুষ অশ্বদের ও তাদের সন্তানথলিতে সদ্যজাত অশ্বের মস্তিষ্কে জারি করতো নিজস্ব প্রজনন । সদ্যজাত অশ্বগুলি বিকৃত ও অশ্বমাংসলোভে ক্ষিপ্ত হযে ঊঠতো । বিশদ গবেষণার পর মহামতি আর্কিমিডিস, মোত্জার্ট ও মেহদী হাসান যৌথভাবে আবিষ্কার করেন এই গীতি । এবং শুশুকদের কন্ঠে তা স্থাপিত হয । কথিত এই সংগীত ডাযাটমগুলির মধ্যে সৃষ্টি করে পাল্টা উন্মাদনা ও তাদের্ আত্মহত্যায্ বাধ্য করে । যদিও মহর্ষি দেকার্তের্ মতে ডাযাটম একটি এককোষী algae বিশেষ-- উন্মাদনা ও আত্মহত্যা-জাতীয কমপ্লেক্স ব্যবহার্ একমাত্র জটিল প্রাণীদের ক্ষেত্রেই সীমাবদ্ধ যেমন মানুষ, লেমিং ও ভারতীয হস্তিনী । দেকার্তের মতে এই গীতি আসলে এক তরঙ্গধর্মী উত্সেচক । যা ডাযাটম কোষপ্রাচীরের আমিনোঅম্ল ও যৌগিক শর্করার শৃঙ্খলকে ভেঙে ফেলে ।
সোফোক্লিস আমাদের এইসব বলছিলেন । নেপথ্যে বাজছিলো আমাদিউস । বাইরে বৃষ্টি হচ্ছিলো । বৃষ্টি একটি চরাচর হযে উঠছিলো ।
--
উপলব্ধি আসেন জাকিযে বসেন
অনচ্ছ্ব করে দেন বাতাস
অনূভূতি
আমি ভাবি কবে ঘটনাস্থলের মত
ঋদ্ধ হযে উঠবে ঘটনা
ব্র্যাকেটশহর
গদ্যাংশটা মারাত্মক রকমের হয়েছে সব্য
ReplyDeleteআচ্ছা সোফোক্লিসকে দিয়ে বলালেন কেন? ওনার কোনো নাটকে কি সমুদ্র অশ্বের কথা আছে?
"dealgiti".. byapok :-)
ReplyDeleteosadharon lekha hocchhe .. ei halka kore chuwe jawa , othocho cheRe na dewa-r ekTa bhongi - so unique..
sophocles ki bolechen aami ki jaani ? sirajuddulah ki fojli aam khaan ni ? tNaar kobaar aamashaa hoyechhe aami taar ki jaani ?:-)
ReplyDeletena na sophocles bracketshahare prathamei gum hoye gelen.. to naaToker modhye naaTyokaar ke firiye naa aanle chole ?
হে হে... মানে আমি এত অজ্ঞ মানুষ, সোফোক্লিসের কিছুই আমি পড়িনি, তাই জিজ্ঞেস করছিলাম আর কি
ReplyDelete