Wednesday, March 23, 2011

ওদের বন্ধুরা খরগোশের গর্ত নিয়ে ভাবে

বসার ঘরে সুড়ঙ্গের ছবি ,
ওদের বাগান ও ছুটির কথা বইয়ে আছে
ছোট ছোট মানে কষে নেয়া
তাই বিভ্রম,
উপাত্তের অভাব থেকে খারাপ দিকগুলো আলাদা করা যায়
বিভ্রম না থাকলে এইসব যন্ত্র মনে হবে

ওরা চুল আঁচড়ায় ,
আঁচ লাগিয়ে সোজা করে ,
আবেগ যে দীর্ঘ খুনের তালিকা – তাকে বয়ে বেড়ানো আর ধরে রাখা এক কথা নয়
পাড়ার মনযোগ এক দিকে মুছে আনার কৌশল
মিল আর মানের সুযোগ করে দেয়া ,
একটা সিঁথি কেটে দেয়া

* * *

সিঁথি রপ্ত করছি

ওরা আমার ঘুমন্ত জুলপি দ্যাখে জানালায়
ওরা আমার চাওয়া
অভ্যাস
বা গ্লিফ
স্থির মিশ্রকে, রপ্ত করছি এক পাড়া মনযোগ সরিয়ে – এই স্বপ্নদৃশ্য ওরা
যখন বাগানে মেঘ করছে
তুষার ঝরছে

ওদের বেড়াল ছানাগুলো সবচে আদুরে

* * *

মেলো ,
নিকেল ফেলে কান পাতো – চিরুনি কেনো চিরুনি ভাঙো
ওদের লিখলেই
কেন তুমি সেই একই দ্বিতচারী হবে

আমি ভাবছি হবেনা
আর বুনো খরগোশ দৌড়ে পালালো ,
ভাবছি – আর বোকা পিগিব্যাঙ্ক লিখো
বারের বারান্দায় আমাকে পিটিয়ে গেছে ভাল ভাল লোক
আমি একটা বেড়াল পুষতাম ,
পালাবো না , বড় করবো ওই নিকেল ,
তার বেড়া ও বাছাই –
ইকোমেলার আদুরে মেয়েটি স্কার্ফ খুলবে
একটি দুধসাদা সাপ জড়িয়ে নেবে কাঁধের উপর – আর যত এনকোডিং আছে

যেমন , কিছু যন্ত্রে মুক্তি লাগে , অর্থাৎ একটি সসীম কাঠামো –

টেবিলে তিনটি মার্বেল রাখা হলো
তাদের আলাদা আলাদা গন্ধের কোড দেয়া হলো
প্রতিটা সংখ্যার ছবি আঁকা হলো
ছবিগুলো নিজেদের মধ্যে একটা খেলা ভাবে– ওরা কখনো একত্র হবে না
যার যার হারিয়ে ফেলা খুঁজছে প্রত্যেকে
ওই ফেন্স আচঁড়ে দিতে হয়
টেনে আনতে হয় একটি যেকোনো awe ব্যবহৃত সংখ্যায়

8 comments:

  1. fantastic legechhe kabita-Taa... smooth, udaseen...udaseen bhaabe sNithi keTe newaar moto...

    even ওদের বেড়াল ছানাগুলো সবচে আদুরে -erekam ekTa soft line-eo kono emotion nei... nirlipto...

    asambhab bhaalo kobitaa...

    ReplyDelete
  2. Arghya, khub sundar kabitaa. khubai sundar. kintu paribishhayee blog-er kabitaa ki? sei prashna nijeke karate habe?

    ReplyDelete
  3. Aryanil da .. amar beshir bhag kobitai poribishoyee blog e post korar moto na. tao kori. keno kori. shei proshno-o nijeke korchhi

    ReplyDelete
  4. Arghya, eTaa abashya ekebaarei aapexik. anyader aamaar mata mane naao hate paare. baa hayato aamaar JeTaa hachchhe, seTaa surface reading. hayato multi-discipline er byaabahaaraTaa eta suxma, Je dharate paarachhi naa.

    anyway, paribishhaye ki paribishhayee nay seTaa kaajer kathaa nay. kabitaa keman seiTaai aasal. eba`m sekhaane ei kabitaa u`tre Jaay bheeshhaNabhaabe. daaruNabhaabe.

    chul aa`ncharhaano niye bhaabachhi. ki taar rUpakataa?

    ReplyDelete
  5. apnar surface reading na, hoyto amari 'surface writing' hoe jacchhe. Frankly, ami poribishoyee totte inspired hocchhi khub.. kintu lekhar shomoy nijer moto improvise korte hocchhe. shei karonei bolchhilam ...

    ReplyDelete
  6. Aryanilda,

    I guess, eTaa ke exercise platform kore tulle hoyto PB kabitaar goRe oThaa dekhte paabo... Arghyar ei kabitaaTaa thekei naahoy exercise-Taa shuru hok...

    Arghya,

    ekTaa trick, eTaa exercise koraa Jete pare… Je lekhaa aajke likhlaam taakei onnodin onno mood-e poRlaam… paaThok-er moto (without taking into account the context in which it was written), taar structure niye questions elo… athobaa just lekhaaTaar onno maatraa chokhe poRlo…segulo ke lekhaa… kakhono lekhaake counter kore, kakhono take aage niye giye, kakhono pichiye giye… aabaar taake proshno kore... even taar duekTaa word maathaay onno kichhu niye elo... ei bhaabe...

    eTaa aami kori… bracket ebhaabei lekhaa…

    ReplyDelete
  7. অসাধারণ অর্ঘ্য।
    প্রথম লাইনে খরগোশের গর্ত, একটা রূপকথা মনে করিয়ে দেয় অথচ ওদের রূপক গুলো নিঃশব্দ। ফ্ল্যাট,বসার ঘর এবং বসার ঘরে সুড়ঙ্গ এক জীবনের কথার রেশ টানছে যেখানে কোনো বাগান নেই, যাদের কোনো ছুটি নেই।
    ডেটার অভাব এবং বিভ্রম না থাকলে এই সব যন্ত্র মনে হবে - ব্রাভো অর্ঘ্য। এভাবে ভাবতে গেলে গা শিরশির করে।
    আবার চুল,হেয়ার ড্রায়ার যে আবহ তৈরি করল পাঠক হিসেবে খানিকটা রিলিফের জায়গা বা স্পেস বলে মনে হল আমার।
    সিঁথি রপ্ত করছি - কবি আবার পাঠকের মুখ ঘুরিয়ে দিচ্ছেন নিজের দিকে।
    মুখোমুখি ডিট্যুরের মধ্যচুম্বক একদিন আর খুঁজে পাওয়া যাবে না - এখানটা আমি ধরতে পারিনি অর্ঘ্য - কবি যদি কিছু বলেন
    শেষে আবার বুড়ি ছুঁয়ে গেল আদুরে বেড়াল

    এক জার্নি যেন - চলা শেষ হলে পায়ের পাতাগুলো যেখানে ছুটি চায়না

    অদ্ভুত লাগল অর্ঘ্য

    ReplyDelete
  8. আপডেটঃ কিছু পুনর্লিখিত, কিছু নতুন অংশ
    -----------------------------
    সব্যদা, হ্যা, আমি তোমার কথাগুলো নিয়ে ভেবেছি। ভাবছি। অনেক কৃতজ্ঞতা। আগের লেখাটা মুছে দিলাম... খেয়াল করতে হত।

    রুণাদি , অনেক কৃতজ্ঞতা জানবেন আপনিও । মুখোমুখি ডিট্যুর বাদ দিয়েছি। যা বলতে চাইছিলাম সেটার দরকার নেই।

    ReplyDelete