Circumcontentive Poetry is granular. It is an assembly of many kinds of grains, iota, shreds, and smidgeons. Collage techniques are its automatic choice, an assembly language is its perfect embodiment.
Sunday, March 13, 2011
John Cage
এইটায় সুর রয়েছে, কিন্তু শুনলেই বুঝতে পারবে কি ধরনের কম্পোজিশন। ওঁর সঙ্গীত প্রায়-গাণিতিক।
গাণিতিকতার ব্যাপারটা আরো বোঝা যাবে এখানে। এখন কথা হলো এই যে এই সঙ্গীত অনেক কবিকে জাগায়। আমার বেলায় সেটা হলো না। আবার অনেক ফিল্ম আমাকে লেখা দেয় যা হয়তো অন্য কাউকে দেবে সহিতের মৃত্যু।
বক্তব্যগুলো বুঝলাম নীল দা, রুনা । না আমি কোন অভিমান থেকে বলিনি । আমার একমাত্র ভয়, আমার বুদ্ধি বিবেচনার খামতি সমেত মতামতগুলো কেউ সিরিয়াসলি নিয়ে তার কবিতার বাঁ পোয়েটিক্সের ক্ষতি করে না ফেলে । আমার সাবধানী হওয়া দরকার । এইটুকুই ।
বক্তব্যগুলো বুঝলাম নীল দা, রুনা । না আমি কোন অভিমান থেকে বলিনি । আমার একমাত্র ভয়, আমার বুদ্ধি বিবেচনার খামতি সমেত মতামতগুলো কেউ সিরিয়াসলি নিয়ে তার কবিতার বাঁ পোয়েটিক্সের ক্ষতি করে না ফেলে । আমার সাবধানী হওয়া দরকার । এইটুকুই ।
ReplyDeleteবাই দ্য ওয়ে -- আমার কিন্তু কেজ-এর বাজনা খারাপ লাগলো না । দুর্দান্ত লাগেনি, খারাপও না ।
ReplyDelete