Tuesday, March 6, 2012

এক ময়লা ফেলার দিন

উদাসীনতার বেড়া ভাঙে উদাসীনতা
গল্প শুরু হয় মৌনতা দিয়ে
যার সাথে আমাদের সম্পর্ক নিছকই কাব্যিক
ছাড়াও হারিয়ে যাওয়া সমীকরণ বোঝাতে
কাউকে প্রচলিত দেওয়ালের আশ্রয় নিতে হয়
বাইরে ময়লা ফেলার দিনটা মনে রাখাই বা কতটা জরুরী?
পরিত্যক্ত জিনিসে যে সঙ্গোপন লেগে থাকে
তা সর্বদাই পাগলদের মুগ্ধ করে
চোখের ইঙ্গিতকে কতদিন আর ভাষা বলব
পাগলটার সাথে আমার দেখা হয়
বাড়ির সামনে থেকে সে একটা হোম থিয়েটার বেছে নিচ্ছে
আমি তার টুকরো মেলানো দেখতে চাই
শব্দের সাথে দেওয়ালের পারস্পরিক সম্পর্ক জানতে
সচেতন হওয়া চাই নাকি?
আমার ডাক আসে মোবাইলে
কালো পলিথিন ব্যাগটা পাশ কাটিয়ে যেতে যেতে ভাবি
পরের ময়লা ফেলার দিনটা কিভাবে ও মনে রাখবে
শব্দের বাকি টুকরোগুলো কি পাওয়া যাবে সেই দিন?
পাগল চোখের ইঙ্গিত জানে না
ওর চোখের ভাষা বলে না ও ফিরবে কিনা
উদাসীনতার বেড়া ভাঙে
গল্প শুরু হয় মুগ্ধতা দিয়ে
সঙ্গোপন এক আসক্তি পাগলও যার পাশ কাটাতে চায় না

পাগলটা আমাকে ময়লা ফেলার দিন মনে করিয়ে দেয়
আমার মোবাইল বলে ওঠে
ময়লা ফেলাটা জরুরী
দিনটা মনে রাখা নয়

2 comments:

  1. একটা গল্পের দানা বেধে না ওঠা, মাঝে মাঝে ইন্টারউইভিং চিন্তার একটা থ্রেড -- গল্পকে একবার মোউনতার পাশে, একবার মুগ্ধতার পাশে ফেলা -- ভালো লাগছে সচেতন ভাবে কন্টেক্সট বদলে দেবার প্রক্রিয়া । তবে "সঙ্গোপন" লেগে থাকের জায়গায় "গোপনীয়তা" বা "প্রাইভেসি" জাতীয় কিছু ব্যবহার কী বেটার হত ? তুই কবি ভাল বুঝবি ।

    ReplyDelete
  2. khub shundor laglo lekhaTi ..

    prothom lineTate aTke thaklam onekkhon - 'udashinotar beRa bhanGe udashinota' ... asholeo jeno tai , udashinotar beRa emon jinish je tar bhitor udashinota chaRa ar kichui thake na, ar emon shomoyei shei beRa bhangar dorkar hoy , jei kajTa udashinotar-i kora lage.. ar keu to thake na sheikhane ..

    --
    baRir shamne fele dewa jinish - onek shomoy to manush moTamoTi cholonkhom jinish-o fele daey ... tar bhitor home theater thakao bichitro kichu na ...

    amar byktigoto obhiggota - erokom fele dewa porityakto jinish potro theke ekbar ekTa purano computer monitor peyechilam .. shadakalo , prothom jokhon ekTa shohore move korechilam... amar monitor chilo na.. shei kuRie pawa monitor die 1 mash MM browse korechi :-)

    ---
    kintu - jai hok - apnar upomaTi khub bhalo laglo -- purano jinish theke ekjon lok kichu Tuk Tak tule nicche -- melanor, orthat - useful kichu korar cheshTa korchhe -- ebong 'shongopon'-er lega thaka ityadi milie darun :-)

    asha kori bhalo achhen.

    ReplyDelete