Saturday, March 3, 2012

বি ও খ -২

কোথায় লিখছো। মন ভাল করে দাও। টুল, পিকনিক, দীর্ঘ দীর্ঘ আলামত
গোয়েন্দার অপেক্ষারত
যেনো তেনো একটা চিহ্ন বলো দেখি। নিঝুম দোতলা বলো
নরোম রোদে এক ছাদ শুকনা ব্লাউস
শ্যাওলা। অনেক গাঁজা খেয়ে লাশ কাটতে হয়

এখানে সেখানে রঙ চটে যাওয়া মেঝের উপর দাঁড়িয়ে আছে কবির। কিন্তু ছিঁড়তে পারে না। মায়া হয়
বুড়া আঙুলে ফাঙগাস
নানা আঁকিবুকির ভিতর ক্রমাগত মনে হতে থাকে রতন মারা গেছে
রতন ডোম তাকে মর্গে ঢুকতে দেয় নাই
বারান্দায় কিছু ডোম বসেছিল দুপুরবেলা। নিজেদের ভিতর বিহারি ভাষায় কথা বলছিল। ঢুকতে দেয় নাই বলেছে আম্মা বকা দেবে। আমি এক ব্যাগ পেঁয়াজ হাতে
দুপাশে সারবাঁধা তালার মধ্য দিয়ে হেঁটে চলে আসি
সহজ কথা নাকি
কতকিছু চেপে যাওয়া হলো
হাসি সেরকম না। এবং বাঁকা সেরকম না। ভ্যাপসা গরমের পর বাতাস ছেড়ে বৃষ্টি নামে
লিচু , আম ভাল হয়। উহ্য রাখে। ভুট্টা পোড়া গন্ধ মিশে যায় এখানে সেখানে
শ্লেটভরা দাগ অদল বদল করে

কাপড় জামার স্তুপ সরিয়ে কিছুই পাওয়া যায় না
সূঁতাছেড়া বোতাম। পুরানো আইটিনারি
প্ল্যাটফর্মে গলিয়ে নেয়া ট্রেন
হাসি বুঝতে পারে কুঙ্কুদেশে লিচু , আম ভাল হয়। কবির পারে না। এক দেরাজ কাপড় টেনে খোলে
অন্যপ্রান্ত এই রকম একটা চাওয়া কবির টের পায় বাইরে যাবার
টের পায় উন্মাদনা প্রশান্তির বাইরের কিছু না। শুধু কেমন এক ভান। বিব্রতকর
জানালা দিয়ে মাথা বার করে অপেক্ষা - কখন আসবে অপ্রত্যাশিত বাঁক
কখন দেখা যাবে রেলগাড়ির আগাপাশতলা -
প্রথমে খারাপ লাগে। তার পর হাসি পায়। হাসি জানে, বাঁকেরও নিজস্ব কন্টেক্সট আছে
এর বেশি তেমন কিছু অনুমান করতে চাওয়া ঠিক না

6 comments:

  1. গদ্য ও কবিতার বাউন্ডারি মুছে যাচ্ছে । ভালো লাগছে অর্ঘ্য । যেভাবে টুকরো টুকরো ইমেজারি, টুকরো টুকরো ভাবনা, একটা স্ট্রাকচার গড়ে তুলতে গিয়েও তুলছে না, নতুন একটা স্ট্রাকচারের দিকে এগিয়ে যাচ্ছে -- এই ক্রমটা খুব ভালো লাগছে । আর "বাঁকেরও নিজস্ব কন্টেক্সট আছে
    এর বেশি তেমন কিছু অনুমান করতে চাওয়া ঠিক না" -- মারহাব্বা !

    ReplyDelete
  2. dissolve it more, bring on your other poetry in between those paras, use quotes....context aaro bhaangte habe. Raad aar aami "nabalipi" te Jaa likhi - ei to বিমিশ্র লিপি। শুভ্র যাকে "বেড়া" বললো, শান্তনু যাকে "বহুশিল্প" বললো, সবই তো চায় লিপিবুননের এই সব কুশলিতা।

    আচ্ছা, "আলামত" কি ?

    ReplyDelete
  3. সব্যদা, গদ্য-কবিতার বাউন্ডারি মুছে যাচ্ছে আসলেও কিছুটা। তবে এইটা নতুন কিছু করার বাসনা থেকে না। মানে এইটা একেবারেই নতুন কিছু না। শুধু লেখার সুবিধার জন্য এমন হয়ে যাচ্ছে মনে হয়। মানে মনে করছি - লিখে ফেলাটা জরুরি এই মুহূর্তে। "কবিতা" লিখবো, বা "গদ্য" লিখবো - এরকম প্রস্তুতি নিয়ে লিখতে পারছি না।

    আর্যনীলদা, কনটেক্সট ভাঙার কথাই ভাবি ! ...শব্দের কনটেক্সট নিয়ে নাড়াচাড়া না করে পুরো কবিতার কন্টেক্সট নিয়ে ...

    ReplyDelete
  4. আলামত মানে ওমেন / সাইন আর কি - ঝড়ের আলামত ইত্যাদি

    ReplyDelete
  5. "bi o kha-2" keno? "bi" aar "kha" ki? kothaao "bi o kha-1" chhilo, aami miss kore gechhi? lekhaaTaa kothaao ekTaa hbule jaaoaa shaishaber..."kakhan dekhaa jaabe railgaarhir aagaapaashtalaa" rahasyer mato...

    ReplyDelete
  6. নীলাব্জ - আপনি ঠিকই ধরেছেন। ছেলেবেলার কিছু রেশ তৈরি করার চেষ্টা করা হয়েছে। আপনি বলাতে খেয়াল করলাম, শিরনামটা ভুল। ওইটা হবে "কা ও খ -২" , প্রথন অংশ নিচে পাবেন। আপাতত এই শিরনামেই চালাচ্ছি। বদলাতে হবে পরে। ভাল থাকুন

    ReplyDelete