Sunday, March 4, 2012

কা ও খ -৩

সুতরাং গল্পগুলো তৈরি হয় ধাপে ধাপে। এত শ্লথ গতিতে
যে ওদেরকে ঠিক গল্প বলে ডাকার উপায় থাকে না

প্রতিটি সামঞ্জস্য আর প্রতিটি সবুজ
ক্রমাগত
বিস্তারে ছাড় দিতে দিতে, তোমাকে বলিষ্ঠতা দেয়
শেষ করে আনে, শূন্যতা পূর্ণতা একাকার করে দেয় মনের ভিতর
এমন বলেছিল কি না

ক্রমাগত,
ফেলে রাখো সূচনাচিহ্নের মায়া, টার্মিনাল
গৌন হও তুমি, গৌন হতে শেখো
চাও বা না চাও
যোগাযোগ হবে প্রেক্ষাপটের
নিজস্ব তূলনার ফ্রেমে
ধরবে তোমার ডিফর্মিটিগুলি। তোমাকে ঠিক করতেই হবে তুমি কতখানি চাও
পুনর্বিন্যাস, কবিরের গল্প হতে। গল্প হলো হাসির অন্যত্র
আশা
অন্যায়
এসব ফেলনা জিনিস না তো
অযুক্তিতে রাগ করো না

তুমি ভেবে ঠিক করে আগাতে পারবে না
কতদূর আগাবে ঠিক করে ভাবতে পারবে না। ঠিকের আগে তোমার অন্যত্র
তোমার জন্য বিকন সাজিয়ে রেখে গেছে

3 comments:

  1. khub beshi raw post hoe gelo mone hoy... mul lekhay ei lekhaTake hoyto arekTu boshanor dorkar hobe.. jayga moto .. kintu ja likhlam post kore fellam. marjona prarthi

    ReplyDelete
  2. আগের পার্ট-টার আবশ্যক কমপ্লিমেন্টারি পার্ট মনে হচ্ছে ।

    "ক্রমাগত,
    ফেলে রাখো সূচনাচিহ্নের মায়া, টার্মিনাল
    গৌন হতে শেখো
    চাও বা না চাও
    যোগাযোগ হবে প্রেক্ষাপটের
    অর্থাৎ - অন্যান্য যদি যদি চায়
    নিজস্ব তূলনার ফ্রেমে
    ধরবে তোমার ডিফর্মিটিগুলি। তোমাকে ঠিক করতেই হবে তুমি কতখানি চাও
    পুনর্বিন্যাস, কবিরের গল্প হতে। গল্প হলো হাসির অন্যত্র
    আশা
    অন্যায়
    এসব ফেলনা জিনিস না তো
    অযুক্তিতে রাগ করো না"

    এই জায়গাটা অসম্ভব আকর্ষণ করছে -- হয়তো গৌণ হতে শিখতে পারাটাই সব চেয়ে বড় পারা বলে । ক্ষুদ্রের ইঙ্গিত বুঝতে গেলে ক্ষুদ্রতর হওয়া ছাড়া উপায় নেই বলে ।

    ReplyDelete