Monday, March 12, 2012

অস্তিত্ব একটা আকীর্ণতা মাত্র
মাঝরাস্তা থেকে যে ঝাঁপ দেয়
খাদে, পরিখায়
আর গুটিয়ে নিতে চায় নিজেকে
আরও ঘন এক অস্তিত্বের মধ্যে
অথচ ছড়িয়ে পড়তে চায়
চিহ্ন থেকে নিজেকে ছাড়িয়ে নিতে চায়
--
আমার চিহ্ন জিরোচ্ছে তোমার চিহ্নের ওপর
ফুল ফোটা আর শুকিয়ে যাওয়ার মধ্যে
বন্ধ হয়ে এল কবরখানার দরজা
বন্ধ ঘরে যে দিকেই ফিরি
অস্বীকারে হাত ঠেকে যায়
চিহ্নের বিপক্ষে যত কথা হল
সব কথা চিহ্নিত হয়ে থেকে গেল
মাঝখান থেকে
গুহাচিত্রের গায়ে আঙ্গুল দাগানোর
গল্পগুলো আবছা হয়ে গেল
আমাদের অভিসন্ধি, যুদ্ধবিরতি, জলছবি
সব
--

যেমন শূন্যতা একটা প্রবাহ
যা দৃশ্যমানতার কাছে এসে ভেঙ্গে যায়
আর সমস্ত কণাকেই মানানসই মনে হয়
স্থিতির বিপক্ষে, গতির বিপক্ষে
আমাদের আর কিছু বলার থাকে না
নীল দরজা থেকে
বেরিয়ে আসা কাতরানোর আভাসগুলোকেও
আর বিশ্বাসযোগ্য মনে হয় না
--
থেমে যাওয়া একটা প্রক্রিয়া যে
নিরন্তর গতির মধ্যে
ঝালিয়ে নেয় নিজেকে
আড়ষ্ট কাঁধ নিয়ে
আগুন পোহায়
পূর্ণতা নিয়ে ভাবতে ভাবতে
পূর্ণতা থেকে নিজেকে সরিয়ে নেয়
ঘষটে ঘষটে এগিয়ে যায়
শূন্যতার দিকে
শূন্যতাসমেত
--

1 comment:

  1. protiTa bhabna nie deergho deergho post korte iccha korche. কিন্তু একই সাথে - কিছুই বলতে ইচ্ছা করছে না। ... অস্তিত্ত্বের নিজেকে চিহ্ন থেকে ছাড়াতে চাওয়া, অস্তিত্ত্বের 'আমি' 'তুমি' - আমার তোমার চিহ্নর জিরানো... জিরানোর ফুল, জিরানোর ফুল শুকানো , তার মাঝে কবর খানার দরজা - বন্ধ ঘরে অস্বীকার, চিহ্নের বন্ধ ঘর - জলছবি - 'থেমে যাওয়ার' 'থেমে না যাওয়ার' ভিতর নিজেকে তৈরি রাখা ... শূন্যতাসমেত নিজেকে সরিয়ে নেয়া শূন্যতার দিকে... এতো বিশাল লেখা !!

    ReplyDelete