Circumcontentive Poetry is granular. It is an assembly of many kinds of grains, iota, shreds, and smidgeons. Collage techniques are its automatic choice, an assembly language is its perfect embodiment.
ইন দ্য বেস্ট পসিবল ওয়ে ! ছাক্কা মার্ভেলাস ! চমকে উঠলাম ! মজা হচ্ছে, যেমন অপরিমেয় কবিতা তেমনি একটা সুখস্মৃতি । ঠিক যেন ননী'বাবুর সাবলীল রাশিয়ান বাচ্চাগল্পের অনুবাদ, কিন্তু না, সমস্ত এলিমেন্টগুলো অকৃত্তিম বাংলার, অবন ঠাকুরের ছুঁয়ে যাওয়া বাংলা ! এই লেখা লিখতে গেলে অকৃত্তিম শিশু হয়ে উঠতে হয়, আবার ম্যাচিওর হয়ে উঠতে হয় ! টুপি হাওয়ায় ভাসিয়ে দিলাম !
আরো ভালো করে পড়তে হবে, ক্লান্ত মস্তিষ্কে লিখছি ....তবে ঠিক যে কবিতা আমরা এই মুহূর্তে এই ব্লগে পড়তে চাই, ঠিক যে পরিবিষয়ী কবিতা মন জয় করে নিয়ে মাথার গেজের ভেতর দিয়ে পাস হয়ে এসে, আগুন থেকে বেরিয়ে এসে মুঠো খুলে আনপোড়া হাত দেখিয়ে বলে - দেখো। মন তো মাথাতেই থাকে রে ভাই! এই তার মেসেজ।
এক সম্পূর্ণ বিস্ময়কর কবিতা। আর রূপসুর কোনো জবাব নেই। সে একদিন বিরাট বড় হবে দেখো।
আজি এ প্রভাতে রবির কর
ReplyDeleteচটাং কষিল কানের পর !
ইন দ্য বেস্ট পসিবল ওয়ে ! ছাক্কা মার্ভেলাস ! চমকে উঠলাম ! মজা হচ্ছে, যেমন অপরিমেয় কবিতা তেমনি একটা সুখস্মৃতি । ঠিক যেন ননী'বাবুর সাবলীল রাশিয়ান বাচ্চাগল্পের অনুবাদ, কিন্তু না, সমস্ত এলিমেন্টগুলো অকৃত্তিম বাংলার, অবন ঠাকুরের ছুঁয়ে যাওয়া বাংলা ! এই লেখা লিখতে গেলে অকৃত্তিম শিশু হয়ে উঠতে হয়, আবার ম্যাচিওর হয়ে উঠতে হয় ! টুপি হাওয়ায় ভাসিয়ে দিলাম !
আরো ভালো করে পড়তে হবে, ক্লান্ত মস্তিষ্কে লিখছি ....তবে ঠিক যে কবিতা আমরা এই মুহূর্তে এই ব্লগে পড়তে চাই, ঠিক যে পরিবিষয়ী কবিতা মন জয় করে নিয়ে মাথার গেজের ভেতর দিয়ে পাস হয়ে এসে, আগুন থেকে বেরিয়ে এসে মুঠো খুলে আনপোড়া হাত দেখিয়ে বলে - দেখো। মন তো মাথাতেই থাকে রে ভাই! এই তার মেসেজ।
ReplyDeleteএক সম্পূর্ণ বিস্ময়কর কবিতা। আর রূপসুর কোনো জবাব নেই। সে একদিন বিরাট বড় হবে দেখো।
prothom paThe osadharon laglo ... eto shudhu kabyik na ..ritimoto boigganik experiment .. lekhar niche lekhar toiri howar boyan khub akorshonio laglo - abar ghure aschi
ReplyDelete