ব্র্যাকেটশহর
----------
বিরহের পাশে বেজে ওঠা ব্র্যাকেট শহর
পুকুরে পুকুরে ছাঁচ ফেলে তুলতে চাইছ
মাছের আকার
আর মাছ সংক্রান্ত চিন্তা
আদমশুমারির দিনে
একা লন্ঠন
বৃষ্টিপাতের জোরাল ফোরকাস্ট
এইসব দিনে আধোঐন্দ্রিক ইলশেগুঁড়িও হয়ে যাক
ওহো ভালো থাক এই উথলে ওঠার বোধ
ভালো থাক বোধের গায়ে যে মৌমাছি
বসেও বসে না
বোধ যে একটা রিলাক্ট্যান্ট ধর্মগ্রন্থ কাকে কে বোঝাবে
উচ্ছে ক্ষেতের ধারে নিকোনো পাদ্রী
আমি ভাবছি ব্র্যাকেট শহরে গুম হয়ে যাওয়া সোফোক্লিস
বিকেলের তল্লাটখবর
একজন খবরী- খোঁচড়
কানে কানে জানতে চাইলেন ব্যাটম্যান ও মিঃ বীনের
মধ্যেকার আসল সম্পর্ক
--
সম্পর্ক
সম্পর্ক একটা কাচের বোতল
যার মধ্যে পরিষ্কার একটা ইকোসিস্টেম
থরে থরে ঘুলিয়ে উঠছে
মিঃ বীনের নাক ছেঁটে ফেলছেন
রবিন অফ শেরউড
রবিনের টুঁটিতে সাঁতরাচ্ছেন
রামমোহন
রামমোহনকে নখে ঝুলিয়ে উড়ে যাচ্ছেন
আরব্য রুক
রুকের গুহায় সন্তর্পণে অন্ধকার
খুঁড়ছেন ব্যাটম্যান
ছড়িয়ে পড়ছে তাঁর নির্ধারিত স্বগতোক্তি
ফিরে আসছে
গোগোলের নাক
মিঃ বীন
--
মিঃ বীন বললেন – life comes a full circle
আমি ভাবছি – A circle is a denominator of my own loneliness
pervading through society and landscape
encompassing but leaving things alone to their own loneliness
ক্ষণবিভাগের আলো
সারাজীবনের আলো
আলোর মধ্যিখানে নির্লিপ্ত পলতে
বাঞ্ছনীয় কাটা ঘুড়ি
ওহো তার নিজস্ব হাওয়া
কাঁপলো প্রদীপ
যত কাঁপা তত বেড়ে ওঠা
তত আলো
স্বাভাবিক বেড়ে উঠছে
আমি ও আমার স্বগতোক্তি
হদ্দ ঘুরিয়ে আনা ডালিমকান্ডে
হে একাকীত্ব হে বেড়ে ওঠা হে আদ্যন্ত ব্র্যাকেটশহর
--
ব্র্যাকেটশহরে
ঘাঘু পর্যটক
আমার শহর আর আমারই দোটানা
মূলত তন্দ্রাবোধ
কাচের বোতলে
ঘুমিয়ে পড়ছে সার্বভৌম শোক
শোকের এককগুলি জায়মান
ঘুরে দাঁড়ানোর পায়ে হাতের চিহ্ন
চিহ্নের শৃঙ্গার-প্রবণতা নিয়ে
তিনশো বছর কাটিয়ে উঠছে যে অটুট দেয়াল
তার আগামীর শর্ত একটি ফাঁকের সম্ভাবনা
ঘাঘু পর্যটক
আমি ত বসন্তের কাছে জানাতে চাইবো না
উৎসবের মানে ও সূত্র
হলুদ উড়ে যাচ্ছে যে প্রাণপণ ঘুড়ি
তার কাছে বর্ণতার রাখা আছে ঘটনাপ্রদাহ
মানমন্দিরের দূরবীনে ছোট হচ্ছে আলো
তীব্র হচ্ছে
আমার দোটানার মাঝে
রাখা হচ্ছে ছুরি
আর
শোকের এককগুলি ডাকে
--
নিপুণ ও ঝানু ব্যাবহারে
সদ্যান্ধ রূপকের মত
ভ্রাম্যমান ব্র্যাকেটশহর
কতভাবে তুলি ভালো থাক
নিরাপত্তার মত পৌনঃপুনিক
মনে করানোর দিনে
সেই সব ঘটিত টকীজের পাশে ক্লান্ত কবরখানা
দ্রোহের বৈপরীতে দ্রোহ
ঝিকিয়ে ওঠা ময়ুর
আলতো ঘুরছে
খুঁটে খাচ্ছে কাকের খাবার
টোটার গন্ধময়
দুপুরের ঝিলে ডেকে উঠছে রিক্সার হুড
এক ফালি বেগম সাহেবা
মনে পড়ানোর দিনে
গঠিত আমলকি
কন্ঠার হাড়ে
জল ঝেড়ে উঠছে ব্র্যাকেটশহর
--
আমার লেখার পাশে
লিখে ফেলা অনুভবগুলো কাঁপছে
হৃদ্যতার মত
নিপাট জংগলে
ছায়াবিষয়ক এইসব কবিতা
খুব বর্ণনামূলক ভাবে ভালো আছি
আমার ভালো থাকার পাশে
লেখাগুলি কাঁপছে
এই এক তথ্যকাহিনী
শাদা ও অন্ধকার ভুবনের ধারে
আমার ঋতুজ্ঞানের অসাড়তা নিয়ে প্রশ্ন কোরো না ব্র্যাকেটশহর
--
ব্র্যাকেট শহরে ছুটছাপ ঘোড়া
ও ঘোড়ার অন্তলীপ
এই দ্রুতির আভাস এই দ্রুতিগন্ধময় আবহাওয়া
ফুটপাথ ফাটিয়ে ফেলছে
আমি কতদিন নিজেকেই ফেলে রেখে
চলে গেছি শ্রেণীবিভাজনে
বেহদ্দ তথ্যশিকারী
হে একদা ডালিম গাছ হে সারাজীবনের প্রত্নবিন্দু
আজ শুধু মেহেদি গাছের বেড়া
তার পত্তা পত্তা
তার বুটা বুটা
--
মিঃ বীন বললেন --
Go easy on these thoughts
as all they lead to is a multitude of
fear and paranoia
bracket shahar
my innards know – this testimony that
the stone yields to the hammer-
is a conspiracy
the stone yields to its own uncertainty
and the hammer yields to its elemental metaphor
Oh I truly believe everything is alive
including you, me, this poetry, the stone,
the hammer
It's just that we don’t own a bulletin board
sheshh line Taa badlaate habe, khub kaa`nchaa line. not well written. senseTaa Thik, kintu engrejiTaa bhaalo naa.
ReplyDeletekintu goTaa kabitaaTaa parhe aami atyanta rakam abhubhUta. eirakam lekhaa baa`mlaa saahitye ekebaarei hachchhe naa. ei Tukui balabo.
anek byaapaar aachhe. pratyeke nijer mata kare baluk. aami aamaar mata kare kichhu jinisher kathaa bali -
paribishhayee kabitaay Je ekaadhik theme baa "bishhayabhaabanaa" thaakabe eman aamaraa balechhi seiTaa besh bojhaa Jaachchhe. athacha abaantarataar sharta mene kabitaa kebal meander kare sUtra chherhe bahudUrer samabhUmite nadeer mata paaliye Jaayani. fire esechhe, nijeke review karechhe. bhaabanaar saathe bhaabanaa mishiyechhe. baa`mlaar saathe engreji.
Mr. Bean-er mata ek sarcastic comic charitrake ke eibhaabe metaphysicist er bhUmikaay niye aasaar byaapaaraTaao daaruN legechhe.
"circle" er bhaabanaaTaa aaro advance karaa Jeta naa? paribishhayee shbetpatre aamaraa balechhi Je "bRitta" ekaTaa geometric perfection, jeeban oirakam nay, jeeban o saahitya kunDalee aakaarer - spiral. aapaatabhaabe "bRittaakaar" kintu kakhano ek jaigaay feraa nei, ekaTaa aagu-pichhu aachhe.
shahar ke "bracket" balaaTaa khub sundar legechhe Jena bracket shahar aasale ekaTaa maanasbhUmi. taar nijasba space, aachhe, landscape aachhe, biotic & abiotic life aachhe eba`m sheshher dike mane hachchhe Je aasale "abiotic" bale kichhui nei - poetic circumcontent brings everything to life - sabai aasale "biotic" - emanaki paathar.
Aryanilda,
ReplyDeletethank you. Last lineTaa aboshshoi kNaachhaa... paalTaabo.. tobe eTaa ekTaa series cholbe... re: Circle.... aamaar bhaabnaay circle-er absurdity taar juktiheenotar kathaa aaschhilo... a circle never reaches anywhere...again, ekTaa asohaayotaa... A circle encompasses a space yet it's not a part of the space... it's just a part of its ownself... A life that is a circle is thus a non-life that only lives in its own loneliness...being part of nothing and going nowhere...
I sometimes feel that most of us (including me) probably live this life of not actually being part of anything just looking at oneself...
ekTaa observation o taar frustration...
baah, very nice....
ReplyDeleteখুব আবেগময় লেগেছে কবিতাটা। সচরাচর সব্যদার লেখার ভিতর এভাবে আবেগ আসতে যেন কম দেখেছি। অনেক সরল অথচ কত অরিজিনাল । "ব্র্যাকেট" আর "বৃত্ত" কিন্তু একে অপরকে কমপ্লিমেন্ট করছে বলে মনে হচ্ছে। লেখার নিচে তোমাদের কথাবার্তা দুর্দান্ত । এরকম পরিবেশ পেলে বৃত্তকে ডক্টর্স নোট পাঠিয়ে ঝুলে যাবো। সব্যদা , কেমন আছো ? চিঠি পাঠিয়েছিলাম অনেক আগে। উত্তর পাইনাই । অসুবিধা নাই । ভাল থেকো ।
ReplyDeleteঅর্ঘ্য, কতদিন পরে দেখলাম তোকে। আবেগ, জানিনা, অ্যাভয়েড করতে চাই । হয়ত হয়না । একসময় খুব বাজে কাটিয়েছি -- যে সময়ে তোর চিঠি -- ক্ষমা করে দিস । ভালো থাক খুব ।
ReplyDeleteকোনো ব্যাপারনা । তোমাকে আমরা খুব মিস করি।
ReplyDelete* * *
আবেগ বলতে - বায়বীয় ভাব না , ভাবনা - মিন করেছি আর কি। অথবা এও হতে পারে, যে ওই কারো সাথে রিলেট করতে না পেরে পেরে তৈরি হওয়া অর্থহীনতা, বিচ্ছিন্নতা অথচ জটিল দোটানা - আমি স্কুল ছেড়ে অন্য শহরে চলে আসার পর থেকে নিজের ভিতরে তীব্রভাবে ফিল করছি বলে কবিতার ভিতরের সাট্ল ইন্ট্রোস্পেকশনগুলো নিজের মত করে অন্য কোনও দিকে রিলেট করে ফেলেছি হয়তো।
একটা ব্যাপারঃ
(প্রদীপ)" যত কাঁপা তত বেড়ে ওঠা "
"লেখার পাশে লিখে ফেলা অনুভবগুলো কাঁপছে"
"ভাল থাকার পাশে লেখাগুলো কাঁপছে"
সম্পূর্ণ তিনটা আলাদা জায়গা থেকে এই অংশগুলো একত্র করে ফেলা যায় যেন । এবং তারা কবিতার সাথে প্যারালাল অন্য আরো ভাবনা তৈরি করছে
সব্যদা , কই গেলা ?
ReplyDeleteরাদ ভাই , আছেন নাকি ? আওয়াজ দেন !
শুভ্র সুকান্ত শান্তনুদা
------
আর্যনীলদা , আপনার আলোচনাটিও দারুণ insightful. আমার মনে হয় এভাবে এই ব্লগের পোস্ট করা কবিতার মধ্য দিয়ে যদি পরিবিষয়ীকে চিহ্নিত করে নেয়ার একটা এক্সারসাইজ চালানো যায় (যেটা আপনি ইতিমধ্যে শুরু করেছেন) তাহলে সেটা হবে খুব refreshing - both in terms of poetry and poetics of circumcontentive.
Arghya, aachhi to... kintu tor lekhaa kothaay ?aaro lekhaa...Raad-ke miss korchhi...shubhro, shantanu... shubhro oboshyo uponnyas likhchhe... ei khabor FM-e shonalen aangurbala...
ReplyDelete