Tuesday, February 22, 2011

স্মৃতিলেখা (অংশ)


10 comments:

  1. এই লেখপদ্ধতি নেশা লাগায়। ১৮ ছিদ্রের গলফার যেভাবে নানা মাপের স্ট্রোকে আস্তে আস্তে বলকে নিয়ে যায় ছিদ্রে, সেভাবে,এখানে একটা থেকে আরেকটা লক্ষ্যে যাচ্ছে শব্দ বাক্য আবার শুরু হচ্ছে নতুন লক্ষ্যের দিকে যাওয়া।

    ReplyDelete
  2. আমার মনে হচ্ছে - ইমেজ দরকার। দরকার সেই ইমেজগুলি যারা অন্য আরেকগুচ্ছ ফ্ল্যাশলাইট জ্বালাবে, ক্লোরফিল নিংড়ানো পাতার ভিতর দিয়ে ওপাশ দেখার উল্লেখটি তো প্রচন্ড visual - কিন্তু তার ভেতর ইমেজের পরেও আরও কিছু রহস্য থাকে। x-ray - শুধু উল্লেখিত না, বিস্তারিত হচ্ছে।

    পিরামিডটা দেখে মনে পড়লো - page swapping এর ব্যাপারটি নিয়ে আসা যায় নাকি লেখার ভিতর?

    ReplyDelete
  3. "তোর" আর "ভাবুন" সাথে সাথে রাখার ব্যাপারটা দারুণ লাগছে। খুব সহজে সঙ্গী বেড়ে গেল যেন। অদ্ভুত কবিতা। শনিবার আবার পড়তে হবে ভালমত

    ReplyDelete
  4. আসলে, এটা ১৫০ পাতার কবিতা। ২০০ পেরিয়ে গেলে বন্ধ করে দেবো। এই রকমই ভেবেছি। স্মৃতি একটা থিম, বা আমি যেটাকে বিষয়ভাবনা বলছি। কিন্তু আরো অনেক ভাবনা আছে। আর ছবির ব্যবহার আছে। অনেকেই বললেন যে ছবিকে কবিতার সঙ্গে জোড়া মানে কবিতার জাত নষ্ট করা। কিন্তু সেইভাবে এখানে ছবি ব্যবহৃত হয়নি। এখানে ছবিকে ব্যবহার করেছি constraint হিসেবে। অর্থাৎ, ছবির মধ্যে থেকেই সমস্ত ভাবনার সামগ্রী বা ingredient সংগ্রহ করা হয়েছে। এই আর কি!

    page swapping বলতে কি বোঝালে অর্ঘ্য? একটু খুলে বলবে ?

    ReplyDelete
  5. কম্প্যুটরের কাছে যা "স্মৃতি" মানুষের "স্মৃতি"ধারনার সাথে তা মেলে না। এমনকি মেশিন স্মৃতির ব্যবহারটাও করে অন্যরকমভাবে। সেইটার দিকে আঙুল দেখাতেই ওই ছবি। এই লেখার মাঝে মাঝে প্রবন্ধাংশ, তথ্য, কাহিনী, সিনেমার সংলাপ ইত্যাদি আছে। যেমন ধরো এই সীনটা।

    স্বপ্ন দেখি কোনোদিন কবিতার বইয়ের মধ্যেই সিনেমা থাকবে। Kindle book এর মধ্যেই হয়তো এটা করা সম্ভব। স্মৃতিলেখাকে kindlebook হিসেবে বের করতে পারলে কি ভালো হতো....

    এই যে, এই ছবিটা আমার অবসেশন -
    http://www.youtube.com/watch?v=tpxFFREcn6Y&feature=related

    towards the end....

    ReplyDelete
  6. ওখান থেকে আরও কিছু ম্যাটেরিয়াল শেয়ার করেন না !

    * * *

    আর... মনের কথা বলেছেন। কবিতায় আপনার ইমেজ ব্যাবহার মারাত্মক হয়। আমি আজকে দুপুরে ভাবছিলাম, ভিডিও ক্লিপ জুড়ে দেবার সম্ভাবনার কথা। সমস্যা একটাই , তখন কবিতার বই বের করার সময় পেছনে টেক্সট বইয়ের মত সিডি রাখতে হবে। অথবা বই বের করার চলই উঠে যাবে হয়তো -- কে জানে।

    * * *

    page swapping - আমি আসলে ধরতে পারিনি পিরামিডের উপস্থিতির আসল উদ্দেশ্য। তাই ওই প্রসঙ্গ তুলেছিলাম।

    যাই হোক - বেশি বকলে মার্জনা কোরেনঃ

    কম্পিউটারের স্মৃতিভান্ডারের সবগুলো ধাপই আছে পিরামিডে। কিন্তু আধুনিক কম্পিউটারে তো extended memory space থাকে , একটা abstraction -- popularly known as "virtual memory". A portion of the address space of bytes from the hard disc is also used together with the address space of the RAM.

    Page swapping basically means fetching bytes of "long term memory" (data in HD) into "short term memory" (data in RAM & cache) in small chunks at a time - each chunk being a "page". This allows for a speed abstraction to the end user (the program may appear to be "running" even when 80% of its data is still sitting high and dry back in the auxiliary space).

    Each page is a sequence of bytes with a hexadecimal address associated with it. Now ,each byte may refer to other bytes [forming the binary code sequence]. When data in one page is found pointing to data with address that's not in the same loaded page, "page fault" occurs. At the next clock pulse, CPU will now go and fetch the "page" containing the referenced byte into memory. The process continues.

    I find it interesting. Specially because of "Watson"-- the new Jeopardy champion. (http://www-943.ibm.com/innovation/us/watson/what-is-watson/index.html)

    ReplyDelete
  7. SaluTe... aar ki bolbo boss...shabdobyabohaar ekTaa bishaal shikhkhonio jinis...adbhut bhaabe abhijaat...

    bhebechhi balkal khule gaachh taar gopon dekhaay...

    ReplyDelete
  8. adbhuth...

    chhobir smritighor theke kobi chhoriye jachhen prokritir smriti ghore...

    kintu chhobi kobitake bhdorsto kore seta abar ke bollo aryanil? jodi amar montobye emon mone hoye thake tawbe amar bhashake dosh dite hoy...ha ha ha...

    ami bolte chechhilum chhobi itself ekta kobita. kintu artist er sei kobitay kobi jeno atke na thaken, tar hNata ta hobe digonter dike othocho chhobita (ba jekono kobita) ekta ref hisebe kaj korbe. apnar ei smritilekhao mone hochhe se rokom e ekta series

    ReplyDelete
  9. serechhe! "bhdorsto" noy re baba, "bhrosto" (mane mati kora r ki) likhte cheyechhi to..

    siggir siggir banglay comment korer poth batlan pls...

    ReplyDelete