গসিয়ানের গল্প নিয়ে দ্বাদশশ্রেণীর সৌরপরিক্রমা
হাতে ফুলস্কেপ সূর্যপত্র
চোখে মুগ্ধবোধ
বুকের ভেতর রেণু রেণু কোয়ার্কের সুগন্ধ
সম্ভাবনার স্বপ্নপাঠে পা গুটোনো প্রতিবস্তু ছিটকে যাচ্ছে আমাদের নৈরাশ্যনিবাসের দেয়ালে। পলেস্তারা খসছে। মুখ রাখছি অন্ধকারে। যন্ত্রণার নুন জড়ো করে ফ্রেসকোর প্রত্নসংকেত...
সংকেত ১ --- ভুল ট্র্যাফিক সিগনালে বাঁকহারানো ছোটনদী
সংকেত ২ ---সহজপাঠের দিগন্তে ঘোড়দৌড়ের মাঠ
সংকেত ৩ --- শপিংমল শাষিত রোদ্দুরসরণী
ফলতঃ চোদ্দকিস্তি মনখারাপের প্রথম এপিসোডেই বর্ণপরিচয়ের পাতা ছিঁড়ে রাখছে অনির্দিষ্ট সেনসেক্স। হারমোনিয়ামবেলা মুনিয়া মুনিয়া করে হারিয়ে ফেলল ক্লাসমেটের ডো রে মি...
পাশওয়ার্ড সভ্যতা দিগন্ত খোঁজেনি কোনোদিন
আকাশকুসুম চয়নিকায় জোছনাফেরত চাঁদ
নিতান্ত শৈলময়তার গল্প বলে
কিন্তু গল্পটা শেষ হয় না...
পড়ুয়ার পতনশীল লাশের প্রবল সংঘাতে ছিটকে যায় আরো এক চাঁদ। প্রতিফলনের সূত্রহীন। ফলে সূর্যপত্রের ফোটনকণারা অন্ধকার খোঁড়ে...
নতুন কক্ষপথ কেন্দ্রে রাখেনি সৌরতা
ক্রেডিটকার্ডের এককে গড়া ক্ষয়াটে বিশ্বায়ন
নাভিমূলে স্প্যাসটিক গর্ভচিহ্ন
লিখে রাখছে লজ্জা অনুচ্ছেদ
দ্বিতীয় এপিসোডে পা ফেলতেই হাতে এসে গেলো গিটকিরিবটিকা...
বটিকাবিজ্ঞাপনে পা ছড়ানো যৌবন
অনন্ত অনন্ত
.........ডেকে
...............ডেকে
ডিঙি সাজালো বসন্তবাগানের ফর্মূলা কষে
হাওয়াবেলুন ঠিকানা রেখেছিল
আকাশ এভিন্যুউ
ভালোবাসা রঙের বিদ্যুৎলতা লেপটেছিল ঘুড়িতে
লাটায়ের দুহাতে ক্ষণিক মৌসুম
বটিকাবিলাসীর এখন হরিয়ালী যৌবন
শিশিরজন্ম মুছে ম্যারাথনে
মোরাম বিছিয়েছে ডটেডবেলুন হাইরোডে
ফলম্ থেকে ফলানির তলানিতে যেকটা বচন ঘুরছে ফিরছে...
১। শতায়ু ভব এখন ভবানন্দের খেল, ফেলুর থেকে জীবন নিয়ে সহস্রায়ু সারং গায়
২। চিত্রগুপ্তের সূচিপত্র তুরীয়তলায় নাইতে গিয়ে ক্ষুইয়ে আসে দৈর্ঘ্য প্রস্থ
৩। বিন্দাসবাসী প্রকৃতির উপসর্গ হারিয়ে কোপ ডাকে অন্তসর্গে
ফলতঃ
হাড়ের ভেতর ঘাসলতানো সম্পর্ক
একা একা বসে বেহালা বাজায়
দ্বীপান্তরের ড্রইংরুমে
যৌবনগাথার মাইলস্টোনে হাঁপ ধরে এলে বেহালাবাদকের তৃতীয় এপিসোড, অপার চালশেমহিমা...
চশমা হারালে কুহেলিকা ডাকে সব মুখ
চিবুকের পাল তোলা রোদে গেরুয়া স্মৃতি
সন্ধ্যেফুরোনো চোখে কেদারের ধুন
গোপন রাখে গান্ধারের দীর্ঘশ্বাস
ডিজিটালবেলা সিন্থেসাইজড বিটে পা মেলালে পিয়ানোসন্ধ্যা স্মরণসভা ডাকে। ডাকের ভেতর পুরোনো সেই দিনের কথা। কথার গায়ে...
-আলতো আঙুল
-পুরোনো বাহুডোর
-ধুলোপড়া পিয়ানোরিড
অন্ধবিন্দুর হারানো প্রতিবিম্বে ফোঁটা ফোঁটা অপত্যস্নেহ
জবাকুসুমের গল্প শোনায় ব্লন্ডির ঋতুমাফিক রঙমহলকে
মনক্রোম আলবামে তখন মেঘমর্মর চুল
টুপ...টুপ...
কার্টিলেজ ক্ষয়ে যাওয়া হাঁটুতে লতিয়ে উঠছে বিষণ্ণ সন্ধ্যা। সময়ের কোষে কোষে সাজানো জিনোম রহস্য শীতগন্ধের গল্প বলে। শব্দ আর অক্ষরে পালটে নেওয়া পাঠ্যসূচি কোমল মধ্যমের প্রলেপ লাগায় বলিরেখার গায়ে...
প্রেসবায়োপিক করিডোরে হাত রেখে
বয়ঃসন্ধির বসন্তবৌরি
হেসে উঠলেই
যামিনী পাখিরা ভোর ডেকে ওঠে
শূন্যপুরাণ গাঁথা ফুসফুসে
রুণা, আমি আমার মনে হওয়া কিছু কথা জানাচ্ছি । সেটাই যে আপনাকেও ভাবতে হবে তার কোন মানে নেই । আমার মনে হয়, প্রত্যেক্টি মানুষই তার নিজস্ব জায়গায় ঠিক । তৃতীয় মানুষ বড়জোর তার অভিমত মাত্র দিতে পারে ।
ReplyDeleteআপনার এই লেখাটির চিন্তা ও তার ব্যাপ্তি আমাকে মুগ্ধ করলো । কিন্তু আমার নিজের পাঠে মনে হোল, কবিতা হয়তো চিন্তা ভাবনার চেয়ে আর বেশী কিছু দাবী করে । বিজ্ঞান আসুক কিন্তু কেবল বিজ্ঞান হিসেবে নয় । সে আসুক কবিতার ইনুই নিয়ে তার চার্ম নিয়ে । যেমন বিনয় । যেমন নীল-দার "দেখি-দেখিলাম" । আসলে কবিতা তো আল্টিমেটলি একটা আর্টফর্ম । তাই ভাবনাটি মনে থেকে গেল, কবিতা হিসেবে নয় ভাবনা হিসেবে হলে একটু গন্ডগোল লাগে ।
আমি খুবই কাঁচা পাঠক । আমার কথা মেনে নেওয়ার দরকার নেই । আপনি জাস্ট ভেবে দেখতে পারেন ।
bhalo laglo sobyo apnar comment pore. amio swikar kori bigyan jeno sastro hoye na ase, sudhu bigyaner charm tuku chhNuye jay. kintu hoy na bodh kori!! apnar kothagulo bhabchhi oboshoyi
ReplyDeleteasole ekhane hoyechhe ki, sukantor kobitay chhobi dekhe amar o khub ankte ichhe hoyechhilo. to mathay ghurchhilo gaussion er probability r teen der sombhabyotar ekta chitrorup. kintu upload somosyata kichhutei solve korte parini!!