Circumcontentive Poetry is granular. It is an assembly of many kinds of grains, iota, shreds, and smidgeons. Collage techniques are its automatic choice, an assembly language is its perfect embodiment.
Monday, February 28, 2011
bracket 5 full
তোমার তারের মাঝে
তুমিও নিবিড়
ব্র্যাকেটশহরে
বেহুদা শ্রমণ
নিরলস ছুরির সামনে
উদ্যত হয়ে উঠছে
টুঁটি
হিংস্র হয়ে উঠছে
ঘাত উঠছে
ঘাত নামছে
ওইখানে ইঙ্গিতময়
রাত বারোটার ঘরে থামছে কাঁটা
ছুরি ও রেকাবে নিবিষ্ট হৃদ
হৃদি
চরু ও যতনশীল
একটানা পদ্ধতিময়
রাত্রি বারোটা
--
Mr. Bean বললেন—Ask questions, if you may, but never seek an answer – every answer is a trap.
And then there are illusions
every illusion needs a face
a decapitated body does not exude transparence
It’s a slow winter
we talk more about
nature of stories
appropriate for a winter like this
about coiled springs
emotions
a distant frozen harbor
dead images of dead ships
buoyed up to float
buoyed up to last
we wonder if transparency
is truly a reflection that beams with a sense of assurance
I don’t have much problem with my transparency then
it’s a gorgeous winter
for a springloader
hunting strategic structures
faces of immortality
that came out to bask in
paltry sun
--
হে জাগতিক প্রার্থনাগার, আমার চরিত্র চায়-- আমি যেন সেরা ছুরি হই, প্রকৃত খঞ্জর ।
সেরা খুন । সেরা ব্যবচ্ছেদ । সেরা ও অভূতপূর্ব লাশ .
--
Beyond this closed door
you will find
a premonition of this door
being breached
although a door is free from usual constraints
a room is not
so is reality
I have decided to cut reality some slack
Just can’t bear this moaning undercurrent
Sawing
ceaseless
I would pass through the winter
And the winter would pass through me
It’s a deal
Where everybody wins
--
শীতে যে ঘনত্ব দখল করেছি
আনুপূর্বিক
সেই এক মারাত্মক ভালো
আমাকে জখম করে গেছে
স্তুতি ও স্তব
যাপন ও ক্ষরণের যে সমস্ত সোসিওনমিক
প্রান্তিকতার
দুয়োরে দোরে
মাইঝরেতে ধরনা ধরণী
দ্বিধা ও দুবিধা
তো, সেই এক মারাত্মক ভালো
আমাকে রুমাল করে গেছে
ব্র্যাকেটশহরে মহিম শিমুলাভাস
আগত হে
মেনীমুখো বসন্তপর্যায়
--
ব্র্যাকেটশহর
আমি কে
আমি কার পাহাড়িপ্রবোধ
যত আদ্যন্ত
দূরারোপ করি
আমার মুখোস
একজ্যাক্ট আমারই মতন
সহ্য ও বপন করে
অনুভূতি
মিছিলের যে আলো সেই আলো
একাকী মুখের, মুখোসের
শুধু হেঁসেল আলাদা
মুখ ও মুখোসের মধ্য দিয়ে
আনুভূমিক এই চলাচল
আমাকে গেঁথে গেছে
ধীর ও গ্রন্থিময়
নিতান্ত অপেশাদারিক
রেগুলার নষ্ট নিবেশে
--
Saturday, February 26, 2011
bracket5
And then there are illusions
every illusion has a face
a decapitated body does not exude transparency
It’s a slow winter
we talk more about
nature of stories
appropriate for a winter like this
about coiled springs
emotions
a distant frozen harbor
reflecting faces of dead ships
we wonder if transparency
is truly a reflection that beams with a sense of assurance
I don’t have much problem with my transparency then
it’s a gorgeous winter
for a springloader
hunting strategic structures
faces of immortality
that came out to bask in
scant sun
Friday, February 25, 2011
Thursday, February 24, 2011
somniloquy
------------
সিটের উপর
স্টিয়ারিঙ উপচে পড়া ল্যাটিনা , আর শূন্য ফ্ল্যাটে অভাবিত
আমি সিরিয়াস ,
এবং বিসন্ন ,
দরোজা খুলতেই ন্যাংটো ছেলেটিকে দেখে
ল্যাটিনার উপচে পড়া ধ্রুপদ
শূন্য ফ্ল্যাটে আমি তাকে প্যান্ট পরে নিতে বললাম।
* * *
আমি প্রতিদিন মেলো - মাথার দু’পাশের দূরত্ব মাপি
গোলাপী ফিতা
পরতে পরতে মাখন
আর চাবিকাটা যন্ত্রটি যেসব নকল ভুলে যাবে
কন্টেক্সট –
এই ফ্ল্যাটে আমার যা যা দেখার ছিল
ক্লসেটে একটা সূতা ছেড়া পুতুল পাওয়া গেছে
আমি দেখি চাবি
চাবির গণিত যে পুতুলে বাইনারি
Somniloquy -
যাবতীয় ফিতা মুছে আমার স্মৃতিহীনতা রেকর্ড করেছি সারারাত
আর তাকিয়ে থাকা পুতুল
আমি চায়ে ডুবায়ে শুকনা বিস্কুট খাই
* * *
মাথার দু’পাশ কত দূর ?
আমারও তো গর্ত আছে - গর্তের সুচারু কনভেক্স
গর্ত মানে বৃষ্টি
বাবলা গাছ লতিয়ে ওঠা নতুন তোয়ালে – বাতাস দিয়ে ভরে নাই
এই যন্ত্র যত কপি ভুলে যেতে পারে –
কনটেক্সট্ - আমি বাথরুমের কোণা থেকে ন্যাংটো ছেলেটির ফেলে যাওয়া মোজা বার করি
দূরত্ব বলতে হেলে পড়া
একেক দেরাজে রাখা এক এক কাপড় --- এইভাবে বিরলতা
বলল, চলরাশি দরকার নাই
বিরলতা, আমি ভাবি নানা রেঞ্জের শুকনা বিস্কুট
কার বিরলতা!
বাক্স বাক্স উত্তুরে চিঠি
প্রত্যুত্তর,
আমি ছেলেটিকে যন্ত্র লুকাতে বললাম
যন্ত্রের নকশা
ওয়াটসন একটা মগজের ভ্রুণ - মাছ ধরে
আর কথা বলে -
প্রতিটা ধাঁধার ফাঁদে নানা রেঞ্জের জাল ছুঁড়ে দেয় -
পাশের ফ্ল্যাটে চীনা ভাষায় গান গেলো যারা
ওই দিকে, ওদের চাবি ,
ওদের মাছ ভাজার গন্ধ করিডোরে বেরিয়ে এসেছে
* * *
উদাহরণ : নিদ্রাচারিতা – ঘুমের ভিতর
দরোজা খুলে উপরতলার
দরোজায়
জেগে উঠে নেমে আসা নিচে
শূন্য ফ্ল্যাটে অনেক শব্দ শোনা যায়
আমি কড়া নাড়ি –
শান্ত মেঝেতে
তার রং – বাদবাকি সূচক ভাল না , রাগ লাগে , আঙুল ফুটাই
মাছ ভাজার গন্ধ
পুতুলটির চুল জট বেঁধে আছে – ওয়াটসন তার উত্তর খোঁজে দ্রুত
ঘুম ভাঙার পর কেন উপরতলায় দাঁড়িয়ে থাকা গেলো না কিছুতেই ?
নিদ্রাবয়ানের স্মৃতিফিতা বাজাতে ভয় হলো
আমার দাঁড়কাক ফিরে আসে
আকাশ ও আসমানী দু’ভাগ করা শুকনা বিস্কুটে
সুরে বাঁধা ঘোড়ার কেশর ভিতুলা
ব্রুক্স – প্রথম রাতের ফিতায় দাঁত ঘষার শব্দ ছাড়া কিছু ছিল না
Brux বলতে –
দাঁড়কাক , যেমন , একটা নিরন্তর যোগ অংক
আমি বিস্কুট খাচ্ছি
……
…………
bracket4
even if you spell it all
spots of bother
marooned and wise
memories trying to decrypt their memories
I have spilled enough to know
no memory is worth courting, hanging
out with -- in a backyard sun
and then
there are memories that are
felled futures
a tea-cup that never went back to China
--
Bracket shahar, ignorant as I am, it took me 37 years to realize, that you actually need a language to think. And now I am dumbstruck by its implications, considering the empty graveyards where a language blooms, its coherent fences, colors, strictures, variable freedoms….
--
The veritable fences and their
rogue signifiers
colors lapping colors
sounds chastising sounds
obdurate values hardly recognizable in
lengthy satin suits, funny hats
it’s a fair basically
an all night affair
carriages and their defined horses
rein
car
nation
everything is a necessity down here
even this perverse deployment of inevitability
--
ব্র্যাকেট শহরে আজকের পাঠে পিয়ানো কুমার । এই স্মিত ও মন্থর সুরা-দ্বীপ । আমাদের প্রশ্ন মন্থন করে কবিতা । ঘনবনজ থেকে সুনামির বহু বছর যা নিয়ে চতুরঙ্গের মৌ ও আকৃতিতে পাওয়া মৌচাক । যে কোন স্বাধীনের মত আটকে পড়তে চাইনা পিয়ানো কুমারের মৃদু অথচ সুক্ষ ও দূরভাষী কবিতা স্টাইলে । কেবল তৃপ্ত হতে চাই নতজানু । সন্ধ্যার কার্নিশ থেকে মা সীগাল ঠেলে দেয় বাচ্চা সীগালকে –এই তার নিজস্ব উড়ান ও উড়ানের সাকুল্য
--
উড়ান ও উড়ানের প্রত্ননিদর্শন
যেটুকু ফাকের মধ্যে আলো ছায়া
আর হলুদ জাফরি
স্পর্শ ওড়ে, ভাসে, ভেসে চলে যায়
স্পর্শের রেশগুলি ধীর ও অলস
আমি খুব ভেবে উঠবো না
যে ভাবে তমার ভালো থাকা যত্নের পাশে
ঘেমো রোদ
তরুনাভ শীত
প্রশ্নচিহ্নের ধারে অপার
আমি অপার হয়ে
বসে থাকি ।
হে বিশাল বসে থাকা
তুমি ত চাঞ্চল্য, যার ধারে শহরের আলো পণ্যতা বেশ্যাঘর
তোমার ভালোর পাশে আমার ভালোর ঢল
রোদের থেকেও পরিতৃপ্ত
আমি যার স্নায়ু
তার ধড় উড়ে গেছে
মাধ্যাকর্ষণে
আমি যাকে নিয়ে বসে আছি
তার অস্তিত্ব পাতায় পাথারে
নিবিড় জন্মদিনে
অস্বীকার্য হল
একটা অস্বীকার আমার নিজের
নিজেকে নিয়েও
এই ভ্রাম্যমান অস্তিত্বহীনতা
এই কারুময় নিজনির্জন
আমি তো তোমার কথা ভেবে উঠবো না
তুমি এক স্বাভাবিক সীমারেখা
যার ধারে গুটিয়েছে নদী
ধারা ও বাহিকতা
এই দুই
এককবিহীনে আমি
জলকণাকেন্দ্রিক ভাবি
ভর ও তরঙ্গ
তরঙ্গ ও গতি
ভরগতি গতিভর
ভাব
ও
তরঙ্গ
গতি ও ভাব
ভাবগতি
ভাবতরঙ্গ
আমি যার জাগরণ ভাবি
আমি ভাবি তার ঘুমঘোর
রাত বারোটায়
কফি খেতে খেতে লক্ষ করি
সকাল বেলার কাপে
ক্রম ও অসমান অনুভব
থিতিয়ে পড়ছে ঘুলিয়ে উঠছে
একটি ডিসেম্বর
যা কিনা পাখিরালয়ের
এই আমার না লেখার একান্ততা
যার গায়ে তোমার ছেনি ও বাটালি
ঘুরে পড়ে
ভাবো এই প্রকৃত বঞ্জর
মাঠ
শস্য নয়
এই মাঠে
এক নিবিড় ফলনাভাস
আমার ভাবের ফালে
তোমার ভাবের প্রতিরোধ
ঝিকিয়ে উঠছে
Wednesday, February 23, 2011
Memorandum of Understanding/ মৌ
প্যাট ক্লিফোর্ডের সঙ্গে নির্মিয়মান বই। বইয়ের কয়েকটা পরিচ্ছেদের সঙ্গে এই ভিডিওটা আমরা ব্যবহার করেছিলাম। মায়ামি বিশ্ববিদ্যালয়ের একটা পাঠে। বছর দেড়েক আগে। এটা টমাস আলেয়ার ছবি - Memories of Underdevelopment এর কিছু অংশকে কোলাজ ক'রে, এডিট ক'রে তৈরি করা।
স্তব্ধতা বেজে ওঠে নৈঃশব্দ্যের গায়ে
ফেরার ভাবনাসুতোয় কষ্ট বুনতে বুনতে রাত হয়ে এলো। অন্ধকারের গায়ে উড়ে আসে নীহারিকা কারুকাজ। অশ্বিনী অর্কেষ্টা এখুনি বাজবে যেন। হাতের পাতায় তার আয়নিত ভাষা...
অলীক সংকেতে গাঁথা ছোট ছোট মৃত্যু
নির্জনে রাখা যাপনের জারিসুর
হাঁটছে আনিশ্চিত
অনিশ্চিতে সূর্যাস্ত রং। টুং টাং সম্ভাবনা। আলোর নাচঘরে ছায়াদের জিপসি জীবন। দৈনন্দিন পাখির ডানায় সকরুণ সুখের মেহেন্দি আলপনা...
১। সুখ --- বুকসেলফে সাজিয়ে রাখা স্মৃতিগন্ধ --- একশ আটটা নাম
২। আকার – শ্রাবণসরণীর অভিমানী চোখ --- ঊনপঞ্চাশ অভিব্যক্তি
৩। স্তব্ধতা – ভায়োলিনে নিচুস্বরে হেঁটে আসা নক্ষত্র --- একা
তিনকন্যার এই তেপান্তরিত যতিচিহ্ন পরস্পরের দেহে আঁচড় কেটে কেটে পথ হাঁটে। বিন্দু বিন্দু অবসাদ ঝুলে থাকে সূর্যাস্তের গায়ে...
সুখের হরিণবোধ
আকারের অয়নমন্ডল
ছেড়ে আসি ছায়াদের জন্মান্তরে
একা স্তব্ধতা নৈঃশব্দ্য ডাকে
নিথর সময়ের বাহুতে
বাহুলগ্ন কাল মুগ্ধবোধ পাঠ করে
অনন্ত চৌরাস্তার চৌষট্টিকলায়
Tuesday, February 22, 2011
Monday, February 21, 2011
bracket 3
খাক হয়ে যাচ্ছে
ভাবতে চেষ্টা করছি
সে ভাবে তো অরাজনৈতিক নই
সমগ্র বাজারের আলো ও বাতাসের রাজনীতি নিয়ে
লিঙ্গের রাজনীতি নিয়ে আমি যথেষ্ট সচেতন
এও ভাবছি আমার বাজার আমার আলোবাতাস
আমার লিঙ্গ কী সব্য-সচেতন ?
মিঃ বীন বললেন- politics is an organic interlude to an imposition
of
structure
mind you, although the “imposition” inevitably looks for a stability,
the structure may turn out different -- decisive or dynamic
আমি এক অরূপ ধবংসস্তূপের কথা জানি
জানি তার রিপুর বহর
এক সুরেলা রেখার মধ্য দিয়ে যার
টান শহরের সমস্ত আয়নায়
ঢুকে গেছে
--
these streets you will walk again
Mr. bean said-- seasons change
so do the
street signs
a teardrop on a copper jacket
a teardrop on a copperhead
once everything had a season
now a season has everything
প্রতিটি ঋতুর নিজস্ব রয়েছে
হিরন্ময় গান্ডুঘর
উদুম গাব্বুরীতি
পরিমার্জিত বাসনালয়
ও টোটাল গরিমা
আমি সেই সব বাসনার কথা শুনেছি
যাঁদের গদ্যরূপ অলংকৃত
প্রগাঢ় উপমার জন্মস্থল
যেমন আকাশের কথা
আকাশের সমস্ত গাছেদের বাদ দিয়ে
--
আমার চেতনার অবয়ব আমার মতন নয়
আমার আত্মার অবয়ব আমার মতন নয়
আমি আত্মাহীন ভাবতে পারি না
কোন কবিতার কথা
আমার কবিতা আমার মতন নয়
আমি নিজস্ব দেখি স্বগতোক্তির আত্মাদের
আত্মসাৎ করি
তাদের কারোরই অবয়ব আমার মতন নয়
ব্র্যাকেটশহর
আমার অনুপস্থিতি একদিন আমাকে খুঁজে বার করবে
My absence will hunt me down
--
I will walk these streets again
আমি জানি এই সমস্ত রাস্তার ভবিষ্য
আমার মধ্য দিয়ে হেঁটে গেছে
সমগ্র ফুলজলবায়ু সমেত
ঘেন্না ও আন্দোলন সমেত
হেতু ও জঞ্জাল সমেত
এক তাম্র সর্প ও তার সোনার তারের মত
হিলহিলে ধর্ম
--
সে ভাবে ধর্ম জানি না
আমি খুব আন্তরিক জানি
প্রশ্ন ও প্রশ্নের বাহার
চারুলিথিক বারান্দায় যার গন্ধ ও গঁদ
তরঙ্গিত হয়
এই এক পৃথিবী ফলছে মাদারের ডালে
যাকে কমলার মত বলে চিনি
যদিও তার রস তন্তু ও গন্ধ
উপমায় রাখা হয়নি
--
Sunday, February 20, 2011
বন্দুক, জীবাণু ও ইস্পাত
আমাদের পূর্বপুরুষীয় অসংখ্য ধারণার মধ্যে
যোগসূত্র কিছু সংগীত ঝুলে আছে
সমাজবদ্ধ কেউ কেউ জানত না তারা
প্রতিটা অনুগত বিভ্রান্তিতেও মূর্চ্ছনা তৈরী করছে
ইতিহাস যার বৈঠকী নাম
তারও অনেক বছর পর টাইম মেশিন নিয়ে
উত্তরপুরুষের গল্পগাথা
উহ্য বা প্রকট হবে কথামালার সাতটি ভয়াল পাপ
কেউ কাঠ খোদাই করবে, কেউবা নগ্নতা
কারও বা প্রযত্নে ভঙ্গুর প্যাপিরাস - মিথ্যা
তোমরা সবাই তো সেই সংজ্ঞা জানো
আমাদের ড্রয়ারে মৃত মানুষের কিছু পোষাক রাখা আছে
ওর গায়ের গন্ধ ডিসেম্বর থেকে ফিকে হতে হতে
এক উষ্ণ সময়
বাদামী জামা, খয়েরী জুতো, একটা কোঁচকানো টি-শার্ট
বন্ধু, অস্তিত্ত্ব, স্মৃতি বা নিঃসঙ্গ মৃত্যুই মনে করায়
আমি অন্ধকার ভালোবাসি
আলোহীনতায় কোন রং আসলেই নেই
তবু তুমি সাদাতেও পৃথক করতে পার না
ওই সব বন্দুক, জীবাণু ও ইস্পাতের সম্পর্কগুলি
এইবার ভাবা যাক ওরা প্রত্যেকেই মৃত্যু নিয়ে আসে
কথোপকথনের সেই পিছুটান
যদি প্রত্যেক শব্দ অনুভব হত অপরিমাপযোগ্য
আমরা তারও একক ঠিক করতাম
তুমি চ্যানেল বদলাও, আমি পারি না
কেবল বিহ্বল কিছু ধ্রুবক পাল্টাতে চাইতাম
নতুন সব মান-এ হয়ত
মৃতের পোষাক আমার ড্রয়ারে থাকত না
শুধু গায়ের গন্ধ, আর ডিসেম্বর
Tuesday, February 15, 2011
bracket2
মিঃ বীন বললেন -- However futile it may be, the humane urge to define anything and everything is imperative, despite the non-result. This process eventually leads you to accept the futility but not without relevant questions. These questions redefine what you essentially are.
সিপিয়া শহরে তাম্রলিপ্ত ফুল
ব্রোঞ্জের চাকা
তুষার জমার দিনে ভারী ও সন্তুলিত
কুমোরের চাকে অবিকল গ্রহণযোগ্যতা
নিয়ে ভাবছিনা
আমি ভাবি তার অবিরল মোহ ও সংক্রমণ
সংজ্ঞাবিলীন স্থানিকতা
কীভাবে বরফকণা
চাকার ভবিষ্যতে চাকার অতীতে
আর চাকার প্রতীকগুলি
বরফকণার আগে বরফকণার পরে
--
trappings are quite common in
this landscape
routinely evaluated
serene
hollow
yet
brimming with life
trapped
and the trapper never asks
your ID
It's not the destination
but the framework of a sustainable prose.
avid ears
wet ideas
ambivalent
punctated words that
give shape to a cemetery
lingering in the shadow of
hallowed windows
--
This city
will enable you to write
these green faces
percolating light through
green eyes
silent green words
leaching down
nourishing
dead plants
হে গাঢ় ও পেডান্টিক চেতনাগুচ্ছ
আমি খুব সাবলীল নই
যদিও আমার অভ্যাসগুলি সাবলীল
আমার নকশার ধারে
আলোর পিস্টন
ঘটনাবিহীন
খুব স্বাভাবিক ভাবে ভেবে উঠি
হে মানডেনিটি হে আমার প্রকৃত সুস্থতা
--
And the decanter and the decanter's metaphor and its vulneralibility and its innerself sloshing at the hand's approach and the hand, its guarded manicure and the featureless hesitation travelling from the hand to the decanter and the sloshing innerself succumbing to the hand's lonliness and its nowheredom and the etymology of the sloshing innerself and its despotic truewhereness and the mouth’s gullibility and…
--
Damn it Mr. Bean, It was never my ambition to write a memorable line, I just wanted to write a memorable pause.
মিঃ বীন বললেন--
It’s alright to feel cheated as this is the only feeling that is truly existential in principle. By the way, did you know that “morality” is a byproduct of the sense of being cheated.
আমি সেভাবে ভাবিনা শুদ্ধতা
আমি এক আনুগত্য জানি
যার অভ্যন্তর যৌগিক ও নিরন্তর
ফাটিয়ে ফেলছে মৌলিকতার দাবী ও আকর্ষণ
হে ঐক্যজানু হে জানুগত পার্থিব নতমানসতা
আমি একমাত্র অনুগত আমার ধড়ের ক্ষণিক স্থানিক জৈবিক আড়ষ্টতার
--
Yet you float your elemental belongingness in unknown water, yet you acquire newer fears, yet you go searching for avoidable traps, yet you learn to love the arena where you have tasted your gore, bile, soliloquy, pride, helplessness, your continuum … yet time and yet again…
মিঃ বীন বললেন –Epigenetics is the heritable changes that take place without altering the genetic sequence – your habits/surroundings may switch off or on genes by just methylating or demethylating them...
and my fears now know-- I thought so I became... yet time and yet again...
Oh how my fears inherit their fears...
--
It hurts ! This petulance
Mr. bean repeats – wisdom is the art of unlearning the obvious…
Fucked up, I am so fucked up…
He says: abandon this drama, theatrics
I am merely rediscovering the concept of a drama that has drowned itself in its burgeoning growth
How do I unlearn my nourishments
my soul
That undulates on a fulcrum of
Non & Yon
bugger you and bugger all, Mr. Bean
--
Mr. Bean said-- Ignorance is the strongest force, beware.
Am I merely the interpretation of my own undiscovered coordinates
An imperfection conjoins the values of this sublingual weather
My only regret is that I am forged to remember
Oh I figured out—to forget is to attain freedom in its truest
Let me appreciate a bronze-flower a flesh-flower
and their muted decorum
striving to bury
the immediate sense of necessity
Interpreting me through my follies
Interpreting me through their follies
--
Thursday, February 10, 2011
Somniloquy
------------
সিটের উপর
স্টিয়ারিঙ উপচে পড়া ল্যাটিনা , আর শূন্য ফ্ল্যাটে অভাবিত
আমি সিরিয়াস ,
এবং বিসন্ন ,
দরোজা খুলতেই ন্যাংটো ছেলেটিকে দেখে
ল্যাটিনার উপচে পড়া ধ্রুপদ
শূন্য ফ্ল্যাটে আমি তাকে প্যান্ট পরে নিতে বললাম ।
* * *
আমি প্রতিদিন মেলো - মাথার দু’পাশের দূরত্ব মাপি
গোলাপী ফিতা
পরতে পরতে মাখন
আর চাবিকাটা যন্ত্রটি সমস্ত নকল ভুলে যাবে
কন্টেক্সট
এই ফ্ল্যাটে আমার যা যা দেখার ছিল
ক্লসেটে একটা সূতা ছেড়া পুতুল পাওয়া গেছে
আমি দেখছি চাবি
চাবির গণিত যে পুতুলে বাইনারি
Somniloquy -
যাবতীয় কবিতার ফিতা মুছে আমার স্মৃতিহীনতা রেকর্ড করেছি সারারাত
আর তাকিয়ে থাকা পুতুল
আমি চায়ে ডুবায়ে শুকনা বিস্কুট খাই
* * *
মাথার দু’পাশ কত দূর ?
আমারও তো গর্ত আছে - গর্তের সুচারু কনভেক্স
গর্ত মানে বৃষ্টি
বাবলা গাছ লতিয়ে ওঠা নতুন তোয়ালে – বাতাস দিয়ে ভরে নাই
এই যন্ত্র যত কপি ভুলে যেতে পারে –
কনটেক্সট্ - আমি বাথরুমের কোণা থেকে ন্যাংটো ছেলেটির ফেলে যাওয়া মোজা বার করি
Monday, February 7, 2011
bracket-shahar
----------
বিরহের পাশে বেজে ওঠা ব্র্যাকেট শহর
পুকুরে পুকুরে ছাঁচ ফেলে তুলতে চাইছ
মাছের আকার
আর মাছ সংক্রান্ত চিন্তা
আদমশুমারির দিনে
একা লন্ঠন
বৃষ্টিপাতের জোরাল ফোরকাস্ট
এইসব দিনে আধোঐন্দ্রিক ইলশেগুঁড়িও হয়ে যাক
ওহো ভালো থাক এই উথলে ওঠার বোধ
ভালো থাক বোধের গায়ে যে মৌমাছি
বসেও বসে না
বোধ যে একটা রিলাক্ট্যান্ট ধর্মগ্রন্থ কাকে কে বোঝাবে
উচ্ছে ক্ষেতের ধারে নিকোনো পাদ্রী
আমি ভাবছি ব্র্যাকেট শহরে গুম হয়ে যাওয়া সোফোক্লিস
বিকেলের তল্লাটখবর
একজন খবরী- খোঁচড়
কানে কানে জানতে চাইলেন ব্যাটম্যান ও মিঃ বীনের
মধ্যেকার আসল সম্পর্ক
--
সম্পর্ক
সম্পর্ক একটা কাচের বোতল
যার মধ্যে পরিষ্কার একটা ইকোসিস্টেম
থরে থরে ঘুলিয়ে উঠছে
মিঃ বীনের নাক ছেঁটে ফেলছেন
রবিন অফ শেরউড
রবিনের টুঁটিতে সাঁতরাচ্ছেন
রামমোহন
রামমোহনকে নখে ঝুলিয়ে উড়ে যাচ্ছেন
আরব্য রুক
রুকের গুহায় সন্তর্পণে অন্ধকার
খুঁড়ছেন ব্যাটম্যান
ছড়িয়ে পড়ছে তাঁর নির্ধারিত স্বগতোক্তি
ফিরে আসছে
গোগোলের নাক
মিঃ বীন
--
মিঃ বীন বললেন – life comes a full circle
আমি ভাবছি – A circle is a denominator of my own loneliness
pervading through society and landscape
encompassing but leaving things alone to their own loneliness
ক্ষণবিভাগের আলো
সারাজীবনের আলো
আলোর মধ্যিখানে নির্লিপ্ত পলতে
বাঞ্ছনীয় কাটা ঘুড়ি
ওহো তার নিজস্ব হাওয়া
কাঁপলো প্রদীপ
যত কাঁপা তত বেড়ে ওঠা
তত আলো
স্বাভাবিক বেড়ে উঠছে
আমি ও আমার স্বগতোক্তি
হদ্দ ঘুরিয়ে আনা ডালিমকান্ডে
হে একাকীত্ব হে বেড়ে ওঠা হে আদ্যন্ত ব্র্যাকেটশহর
--
ব্র্যাকেটশহরে
ঘাঘু পর্যটক
আমার শহর আর আমারই দোটানা
মূলত তন্দ্রাবোধ
কাচের বোতলে
ঘুমিয়ে পড়ছে সার্বভৌম শোক
শোকের এককগুলি জায়মান
ঘুরে দাঁড়ানোর পায়ে হাতের চিহ্ন
চিহ্নের শৃঙ্গার-প্রবণতা নিয়ে
তিনশো বছর কাটিয়ে উঠছে যে অটুট দেয়াল
তার আগামীর শর্ত একটি ফাঁকের সম্ভাবনা
ঘাঘু পর্যটক
আমি ত বসন্তের কাছে জানাতে চাইবো না
উৎসবের মানে ও সূত্র
হলুদ উড়ে যাচ্ছে যে প্রাণপণ ঘুড়ি
তার কাছে বর্ণতার রাখা আছে ঘটনাপ্রদাহ
মানমন্দিরের দূরবীনে ছোট হচ্ছে আলো
তীব্র হচ্ছে
আমার দোটানার মাঝে
রাখা হচ্ছে ছুরি
আর
শোকের এককগুলি ডাকে
--
নিপুণ ও ঝানু ব্যাবহারে
সদ্যান্ধ রূপকের মত
ভ্রাম্যমান ব্র্যাকেটশহর
কতভাবে তুলি ভালো থাক
নিরাপত্তার মত পৌনঃপুনিক
মনে করানোর দিনে
সেই সব ঘটিত টকীজের পাশে ক্লান্ত কবরখানা
দ্রোহের বৈপরীতে দ্রোহ
ঝিকিয়ে ওঠা ময়ুর
আলতো ঘুরছে
খুঁটে খাচ্ছে কাকের খাবার
টোটার গন্ধময়
দুপুরের ঝিলে ডেকে উঠছে রিক্সার হুড
এক ফালি বেগম সাহেবা
মনে পড়ানোর দিনে
গঠিত আমলকি
কন্ঠার হাড়ে
জল ঝেড়ে উঠছে ব্র্যাকেটশহর
--
আমার লেখার পাশে
লিখে ফেলা অনুভবগুলো কাঁপছে
হৃদ্যতার মত
নিপাট জংগলে
ছায়াবিষয়ক এইসব কবিতা
খুব বর্ণনামূলক ভাবে ভালো আছি
আমার ভালো থাকার পাশে
লেখাগুলি কাঁপছে
এই এক তথ্যকাহিনী
শাদা ও অন্ধকার ভুবনের ধারে
আমার ঋতুজ্ঞানের অসাড়তা নিয়ে প্রশ্ন কোরো না ব্র্যাকেটশহর
--
ব্র্যাকেট শহরে ছুটছাপ ঘোড়া
ও ঘোড়ার অন্তলীপ
এই দ্রুতির আভাস এই দ্রুতিগন্ধময় আবহাওয়া
ফুটপাথ ফাটিয়ে ফেলছে
আমি কতদিন নিজেকেই ফেলে রেখে
চলে গেছি শ্রেণীবিভাজনে
বেহদ্দ তথ্যশিকারী
হে একদা ডালিম গাছ হে সারাজীবনের প্রত্নবিন্দু
আজ শুধু মেহেদি গাছের বেড়া
তার পত্তা পত্তা
তার বুটা বুটা
--
মিঃ বীন বললেন --
Go easy on these thoughts
as all they lead to is a multitude of
fear and paranoia
bracket shahar
my innards know – this testimony that
the stone yields to the hammer-
is a conspiracy
the stone yields to its own uncertainty
and the hammer yields to its elemental metaphor
Oh I truly believe everything is alive
including you, me, this poetry, the stone,
the hammer
It's just that we don’t own a bulletin board