Saturday, September 24, 2011

arekTi choTo lekha

দূর কোনো ভিতর জেনে আমার সেই কবে
থালাভরা শামুক বসে আছে
খুলছিনা . . .
আসো ঝিল দেখি। কিন্নর, এমনকি বেড়া তুলনা করে বলি, আমায় যখন ডাকা হলো
পলেস্তারায় রঙ শুকালো

কেউ নাই
বিমানের খেলা দেখতে গেছে
ভুট্টাক্ষেতে জেটের ছায়ায়
বেড়ার পর বেড়া শুঁকে দেখলো গোয়েন্দা পুলিশ
তেমন কেউ নাই, গোয়েন্দা জানালো
খামারবাড়ির আকাশ কি শাদা
টিলার ঢাল ধরে পাতা ঝরেছে
কলের শব্দ। অন্ধ বৃদ্ধা। আর বড় রাস্তায় চিলের মতো নেমে আসে এলুমিনিয়াম

কেন আসি ... আসলে তো টানেনা কিছুই
জমজ ঘুলঘুলি, একেকটা অনুক্ত আকার, একেকটা পিছে ফেলা
টিলায় বলেছিল
আমায় বলেছে হারিয়ে আছো তুমি এইটাই পাপ
গাছ বোনো
কাপড় মেলে দাও। কুকুরগুলি নতুন লোক শুঁকে শুঁকে দেখে
আমাদের শামুক ঠান্ডা হচ্ছে

5 comments:

  1. উফ্...দারুণ লাগলো। "বেড়ার পর বেড়া"... "আমাদের শামুক ঠান্ডা হচ্ছে"..."খামারবাড়ির আকাশ"...প্রত্যেকটা ব্যবহার কি অসাধারণ ভাই...

    ---নীলাব্জ

    ReplyDelete
  2. dhanyabaad nilaj. lekhaTa ekTu edit kora hoechhe post korar por.

    ReplyDelete
  3. কবিতা ভালো লাগল অর্ঘ্য।
    কিন্তু আমার একটা অফ-দ্য-টপিক প্রশ্ন নিয়ে এসেছি -
    শ্রুমস কি? [ম্যাজিক মাশরুম]
    প্লিজ হাসবেন না, আমার জ্ঞান খুব কম, এত কম জানি যে আটকে যেতে হয়। ব্যাপারটা ক্লিয়ার করলে সুবিধে হয় আর কি
    রুণা

    ReplyDelete
  4. কি যে বলেন...

    এই লিঙ্কটা দেখতে পারেনঃ
    http://en.wikipedia.org/wiki/Psilocybin_mushroom

    ধন্যবাদ,অর্ঘ্য

    ReplyDelete
  5. "বড় রাস্তায় চিলের মতো নেমে আসে এলুমিনিয়াম" ...

    -raad

    ReplyDelete