Tuesday, February 21, 2012

khub beshi post kore felchhi ki ?

আমাদের ভাবনারা প্রকাশ্যেই
নিজেদের গুটিয়ে ফেলছে অবয়ব থেকে
একটা গাঢ় সন্দেহের মধ্যে
ঢুকে যাচ্ছে
যে সন্দেহের মধ্যে নির্দেশ নেই
দিক নেই
পরিমাপযোগ্য কোন নিস্তব্ধতা নেই

শুধু এক বোবা কুকুরের মাটি খুঁড়ে যাওয়া
একটা হারিয়ে যাওয়া পায়ের হাড়ের
অনস্তিত্বকে প্রমাণ করার জন্য

--
স্বভাবতই আমাদের স্বাস্থ্যকামনাগুলো
ঘন ও প্রাচুর্যময়
এইসব দিনে
যন্ত্রণার কথা মনে পড়ে
যেভাবে ট্রেনে কাটা পড়া
পায়ের পাতাও চুলকায়

শেকলের স্মৃতির মধ্যে
যতই স্বচ্ছ হোক কুকুরের ঘাড়
সন্দেহ বলে কোথাও আর কিচ্ছু থাকে না ।
--
ভাবো পূর্ণতার কথা
যে কেবলই অস্তিত্বের মধ্যে হারিয়ে যেতে চায়
সমস্ত ওজন নিয়ে ঝাঁপিয়ে পড়ে
আর ফিরে আসে
সমস্ত পূর্ণতা সমেত
তার শুন্যতার কথা ভাবো

ভাবো তার বিশ্বাসহীনতার কথা
সন্দেহরহিত অবিশ্বাস্যতার কথা
--
তবে স্মৃতিও একটা অস্বীকার
বা অস্বীকারের মহড়া
আমাদের ছায়ার ভেতর থেকে
ফিরে আসা
শেকলের আভাসকে
যে বদলে নেয়

বকলসের প্রান্ত ও অবস্থানকে
ঘুরিয়ে দিয়ে
ধীরে ধীরে আপাতপূর্ণতায় ঢুকে যায়

ঘাড়ের ওপরের ভার
কব্জিতে নেমে আসে
--

7 comments:

  1. osadharon lekha Sabya da... you are in full flight again it seems :-)

    ReplyDelete
    Replies
    1. thik. full-throttle sabyasachi. Je kathaa aamaraa shbetpatre balechhi, Je "arUpak" - rUpak aachhe kintu praayashai taake aar chenaa Jaachchhenaa, sei byaabahaar purodame. rUpak baa upamaa shabda baa dhbanibhittik naa haye chintaa/bhaabanaabhittik hachchhe. sabya-r "kukur" aar jibananander "berhaal" mUlata ekai praaNee. taaraa kaar rUp dharechhe seTaa paaThaker oporei thaak.

      Delete
  2. ভাল লাগছে এইখানে এসে। ভাল লাগছে আপনাদের কবিতা।

    ReplyDelete
  3. মানে কী দাঁড়ালো আর্যনীলদা ! জীবনানন্দকে বেড়ালে কামড়েছিল, আমারে কুইত্তা ! :-)
    অর্ঘ্য, থ্যাঙ্কু, থ্যাঙ্কু !

    হিউমার ভাই, ওয়েলকাম টু পাগলাগারদ !

    ভালো থাকবেন

    ReplyDelete
    Replies
    1. 'হিউমার ভাই, ওয়েলকাম টু পাগলাগারদ !'

      ধন্যবাদ দাদা, বাকিটা কবিতার মাথাব্যাথা। তার টানেই যে হুড়মুড় ঢুকে পড়েছি, পড়ছি -

      please prove you're not robot.


      সত্যই ভাল আছি নখ খুঁটছি
      দাঁত মাজছি তবে খবর দেখব না
      ভাল আছি অন্তত কবিতায়
      মন দেব না আবার!
      যদি ঘুরি হাওয়ায়
      পাখির হিংসে হবে হোক
      আমার কি আর এসে যায়।

      Delete
  4. bhaalo laaglo sabya daa, parpar negation-er byabahaar aamaar khub pachhander...shudhu "shunyataa" baanaanTaa

    ReplyDelete
  5. Ekta adbhut porospor birodhe somporker moto lagchhe, shunyota-purnota, astitwo-anostitwo....jeno ei somporker bhar amader apadmostoke juRe jachhe oi shikoler moto... bhishon bhalo lagche Sabya , porte khub bhalo lage, sobar apnader moto lekhar protibha thake na kintu sotti bhalo lage porte, tai bare bare asbo, lojja deben na please...শূন্য mone hoi typing error...

    ReplyDelete