Tuesday, November 15, 2011

এস হে

এস হে
লাবণ্য চেনানো পেরেক
ঘাস ফুলের মত ব্রেক
যে দৃশ্য আমাকে দেখেনি
তার ছায়া ঝুলে আছে
পেড়ে নাও
ছবি করে নাও
ভৌত উটের পাশে
কাঠচাঁপা গাছখানি নিভৃতি পাক

--
এই গান, মহাশূন্যের ওপার থেকে, এই সব ইন্দ্রানুগত ভেসে আসে ধরা ও ধরণী ত্বরা ও তরণী প্রাক মার্কনী –র‍্যাঁবো, রবি, বারীন – মাতাল, সোনা, হাশিস । নেশা যখন ইন্দ্রিয় পেরিয়ে যায় – বরিশাল থেকে আমিনাবাদ অব্দি হলুদ জলে ওঠে প্রবাহ – যে হলুদ নির্বানের নয়, গর্ভাবস্থা নয়, সুবর্ণাভ গতিচিহ্ন নয় – এক ফেলে আসা ডিকশানের ঘোর ও তার ব্রীড়া ... স্পষ্টত । ট্রামলাইন আমাদের সাবালক হতে দিল না । সমস্ত এসো হে, সমস্ত চিল বরাবর ।
--
অতিক্রম একটি অভ্যাস মাত্র – এই ভাবে ভাবতে পারলে সোজা হয়ে আসে দিনকাল । না বুঝেই নিজেকে পেরিয়ে গিয়ে মোড়ে দাঁড়িয়ে দেখা যায় – কী ভাবে ঈষৎ ঝুঁকে এগিয়ে আসছি, থেমে অগ্রাহ্য করছি, খিস্তি করছি, ভুলে যেতে চাইছি অতিক্রান্ত রাস্তা ... অধিকন্তু ... সময় পেরিয়ে যাচ্ছে ... আর একটি বৈশাখের জন্য দাবদাহের জন্য গলে যাচ্ছে বিচি ... আহবানকারী গান হয়ে উঠছে ... জন্মাতে ভুলে যাচ্ছি, মরতে ভুলে যাচ্ছি ... গাঢ় মৃন্ময় হয়ে যাচ্ছি ... বৃষ্টি ফিরে যাচ্ছে ... না ভিজিয়ে, না ভিজে ।

8 comments:

  1. eito boss, morche forche gole ekebaare garhho mrinmoy-chinmoy hoye gechhen! dinkaal sojaa hoye aaschhe...

    --- Nilabja

    ReplyDelete
  2. eso he gograase gile phelaa kabitaa, sarbabhuk kabitaa, sa`t paribishhayee kabitaa - eso he...niye eso tomaar goTaa bangsha

    Aryanil

    ReplyDelete
  3. Onekdin pore Sabya r lekha poRe monta bhije gelo..arro asuk, protekkha kori...

    ReplyDelete
  4. ভাল লাগছে শব্দের ব্যবহার। শিখছি অনেক কিছু।

    ReplyDelete
  5. বারীন ঘোষালJanuary 1, 2012 at 12:22 AM

    শুভান আল্লা, আলো তাই ঘন হয়ে উঠছে, সব্য, দারুণ কম্পোজিশন, পড়ার পর থমকে যাই, ভাবি ভুলে যাওয়া গানের রেশগুলোর প্লুরালিটি নিয়ে, ওয়াহ !

    ReplyDelete
  6. নীলাব্জ, বানানের জাড্য কাটিয়ে উঠবো । থ্যাঙ্কিউ । দেরী হচ্ছে । চাপে আছি । সঞ্ছিতা, সর্বজয়া আন্তরিক কৃতজ্ঞতা জানবেন । সর্বজয়া, নরমালি, আমাকে দেখে লোকে শেখে -- কী না করা ভালো/শোভনীয় । আপনি পজিটিভলি বললেন, আমার আত্মার খানিক শান্তি হল :-)

    বারীনদা, আর্যনীলদা, কী বলবো ? তোমাদের উৎসাহ পেলে মনে হয় -- খানিকটা হইসে তাহলে । ভালো থেক, থাকবেন সবাই ।

    ReplyDelete
  7. বাহ্‌ ভালো লাগল খুব সব্য। নামকরণ যে কবিতায় একটা মাত্রা যোগ করে সেইটা যেন টের পেলাম এখানে
    আর বারীনদাকে এই ব্লগে দেখে কি যে আনন্দ হচ্ছে বলার নয়।

    খানিকটা নয়রে, পুরোপুরি হইসে!!
    কোথায় যেন দেখলাম সম্বোধনে ডিমোশানের কথা হইছে। আজন্মের ওব্বেসে মাঝে মাঝেই এসব হতে থাকবে, একটু ক্ষমাঘেন্না করে নিও ভাইটি

    ReplyDelete
  8. হি হি সব্যর পিকচারটা ওমন রঙ মাখা কেন?

    ReplyDelete