As he told me, “You don’t have to have too many elements in a film, but whatever you do, must be at right elements, the expressive elements.” A simple-sounding advice which nevertheless touched on one of the fundamentals of art, which is economy of expression.
পরিমাণ - চারজনের বেশী না হওয়া বাঞ্ছনীয়
টেবিল - উপযুক্ত কাঠের, ফ্যাশন বিবর্জিত
বক্তব্য - প্রাধান্য, নিজস্বতা একান্ত কাম্য
অন্যান্য আনুসঙ্গীক
সময়সীমা - ঘড়ি পরা আর কেতাদুরস্ত নয়
এখন অনেকেই কথা রাখে
অন্ততঃ রাখা সহজ হয় প্রযুক্ত ‘না’ ভাসালে
আবার সময়ের এককও হতে পারে অপ্রতুলের সন্ধান
আমরা পরস্পরকে চিনে নিই একান্তে
শব্দসন্ধান এখনও কারো কারো নির্মম অবসর
ডি-কন্সট্রাকশন প্রকৃত অর্থেই ভেঙে ফেলা
মনে হয় যদি না প্রতিভা মিশে থাকে
প্রতিভা - এককবিহীন, আপেক্ষিক, অপরিমাপযোগ্য, তৃপ্ত স্তন্যপায়ীদের ধারণা মাত্র
অমিত প্রতিভাশালী তাহলে কারা?
গোষ্ঠীবদ্ধ জীবের স্তাবকতা, হীনমন্য সম্ভাষণ
আমার আর মৃদু আলো, আলাপন ভালো লাগছে না
তুমি কৃত্রিমতা একসাথে খুলে ফেল
উল্কি পিঠে ছুঁয়ে থাক নিওন বাতি
ওই শরীর বক্তব্য প্রধান
ঘড়িবিহীন নিজেদের ইতিহাস খুঁজতে দেয়
sukanta, kabitaa Daalapaalaa chharhiye dichchhe sarbatra. anek ingredient, tabu taaraa recipe bholeni keu. ei line Taa niye prashna theke gelo -
ReplyDeleteডি-কন্সট্রাকশন প্রকৃত অর্থেই ভেঙে ফেলা
মনে হয় যদি না প্রতিভা মিশে থাকে
প্রতিভা kena ? kena taar kathaa ? deconstruction kena prakRita arthei bhe`Me phelaa ?
Aryanilda:
ReplyDeleteoi line gulo aami ei bhabe likhte cheyechilam,
ডি-কন্সট্রাকশন প্রকৃত অর্থেই ভেঙে ফেলা মনে হয়,
যদি না প্রতিভা মিশে থাকে
mone hoy thik moto bojate paari ni. ar 'prothiva' orthe talent bojate ceyechi. aamar mone hoye je talent na thakle de-construction onek somoyei thik moto projukto hoy na, fole ek-orthe seta aasoler theke onek sore giye bhenge felar motoi mone hoy.
ar ta chara ekhane talent sobdo ta use kore aami ekta self-conflicting environment toiri korte cheyechi. ei 2-ti line e jeno bola hocche, talent na thakle sobtai maati - aabar tar porer line gulo te bola hocche kobi talent orthe aaro ki bojen. sei khanei lekha hoy
প্রতিভা - এককবিহীন, আপেক্ষিক, অপরিমাপযোগ্য, তৃপ্ত স্তন্যপায়ীদের ধারণা মাত্র
এই ক্ল্যারিফিকশনটা পেয়ে ভালো হলো। খুবই অদভুত চিন্তা। ইউনিক। 'প্রতিভা'র ব্যাখ্যা বেশ লেগেছে।
ReplyDelete