Wednesday, November 10, 2010

নতজানু শব্দটা ক্রমশঃ

নতজানু শব্দটা ক্রমশঃ প্রাচীন হয়ে যাচ্ছে...
তুমি বুঝি অ্যানথ্রাপলজি অনুসৃত ?
- বইয়ের সেলুলজ গঠন ভেঙে দেয় রোদ
পাতার মৃত ক্লোরফিলগাথা
তাহলে সবুজের মাঝেই স্মৃতিভার তোমার ?
- স্পর্শের কোষগুলি বর্ণের অন্ধতা জানাত আমার কাছে
তখনই ভাবতাম সময়ের প্রকৃতই কোন একক নেই
প্রাচীনত্ব তোমাদেরই আরোপিত বিজয়মাধুর্য্য
আরো বিশৃঙ্খল মনে হয় পাশের বিকালে তাদের নিহিত -
তুমি কি ছায়ার কথা বলছ, নাকি স্কুলফেরত ...?
- আমি ওদের ছুঁতে পারি না, সুগন্ধের পরিচলন
আর কিছু বিবর্তিত অস্থির গঠনে
নতজানু শব্দটা ক্রমশঃ...
তুমি কি ইতিহাস ভালোবাস ?
- প্রতিটা মুহুর্তে আমারই সময়ের অপরিহার্য একক
মেরী-গো-রাউণ্ড...তার স্পর্শকোষ... একান্তেই মনে হয়
বাস্তব অন্ধরা নির্ভেজাল ইতিহাস রচনা করে...

আমি এই কবিতাটি কিছুদিন আগে লিখেছিলাম। আমি এটা পরিবিষয়ী কবিতা লিখব বলে লিখি নি, কিন্ত যখন এটা লিখেছিলাম, তখন পরিবিষয়ী বিষয়টা মাথায় ঘুরছিল, বিশেষ করে বিজ্ঞান বিষয়ক ব্যাপারটা। তাই সবার মতামত পেলে ভালো হয়, আদৌ পরিবিষয়ী-র কোন ছাপ এর মধ্যা পাওয়া যাচ্ছে কি ?

2 comments:

  1. পরিবিষয়ী কবিতার অনেক প্রবণতাই রয়েছে এই কবিতায়। মূল একটা ভাবনা থেকে কবিতা অনেক বহিরাঙ্গের আয়তনে ছড়িয়ে গেছে।

    ReplyDelete
  2. এটা পরিবিষয়ী কবিতা। কিন্তু একটা শব্দ নিয়ে তোমাকে সচেতন করতে চাইঃ ক্লোরোফিলগাথা। এই ধরণের শব্দপ্রয়োগ ১৯৯০ এর শেষ দিকে কবিতাপাক্ষিক জমানায় খুব হয়েছে।

    ReplyDelete