ড্রেসিং টেবিলের আয়নায় দুটো মুখ
অন্তরঙ্গ প্রতিফলন
মৌবনীর স্লিপলেস নাইটি
খোলাবাহুতে আলগোছ সর্পিলতা ডাকছে
...আভোগে
............মেহফিলে
.....................মেঘমল্লারে
জমাট হতে হতে
অন্তরা ভেঙে
ঘরের ভেতর দূর ডাকল মৌবনী
আকাশখোঁজ তালিকাটি ছিল এইরকম -
১। চোখের বর্ণমালা ছূঁড়ে দিলে মৌবনীর কানের লতিতে একটা পাখি ডেকে উঠবে
২। টইটই ঠোঁটে প্রজাপতি উড়ে গেলে ডাকহরকরা নামবে বৃন্তের অবকাশে
৩। গ্রীবার গহিনে জলছাপ রেখে বৃষ্টি নামালে থরে থরে ব্রহ্মকমল ফুটে উঠবে নাভিকেন্দ্রে
মণিবন্ধে তখন রাতঢলানো চাঁদ
মৌবনীর জোছনাপিছল পিঠে খোলা চুলের অন্ধকার
হিমকুড়োনোবেলা বাড়ছে বনটায়
জন্মাবধি মেঘলা আঁচল খুঁজছে মৌবনী
মৃদু ও পেলব
এবং রমণীয়
মাথার ওপর সিলিংফ্যানের একটানা শব্দ
নৈঃশব্দ্য ডাকছে রাতপ্রহর
গৃহমুখী সমকোণ তালিকাভুক্ত করেনি সমকাম
দিগভ্রান্ত তালিকার ছেঁড়া টুকরোগুলো
উড়তে
.........উড়তে
..................ঘরময়
........................ভুবনময়
.................................শূন্যময়
No comments:
Post a Comment