ফুটবল প্লাস
/
নীলাব্জ চক্রবর্তী
যেকোনো থিমের শুরুয়াত
একটা মানচিত্রের কথা নিয়ে আসে
আর মানচিত্র নিয়ে কথা শুরু হলেই
তখন একটা কফিমগের কথা এসে যায়
রুটির যেদিকে আলো পড়ছে না
অথচ প্রতিপাদ্যের সবটাই
গোল হয়ে
ফিরে আসছে
খুব সরল একটা বক্ররেখা বরাবর
তার গাণিতিক সম্ভাবনাগুলো নিয়ে...
* # *
স্মৃতির দুপাশে
এইভাবেই নতুন হাইওয়ে
ছুটে
যাওয়ার কথা
প্লট আর সাবপ্লটের ভেতর
ঝিরঝির করতে থাকা
অস্পষ্ট কর্নার ফ্ল্যাগ
এখানে একটা বর্ষাকাল প্রোমোট করা হবে
আর আপনি লে-আউট শব্দটার বাংলা
খুঁজে পাচ্ছেন না...
* # *
কোথাও একটা ডিকোডার
শীত নামের উপমার ভেতর
জড়িয়ে
ঘুম
চৌকো খোপ খোপ কাটা
একঘর সরে বসছে
কালো মার্বেলের পরিচিত ছায়া
বালিশের ভেতর থেকে বেরিয়ে আসছে
বিজ্ঞাপনবিরতির তিনটে রঙ
* # *
তারপর দরজা ঠেলতেই
ব্লাশ করছে
একটা গোলাকার টেবিল
বাক্সের ভেতর
বারবার ওভারল্যাপ করছে
দুটো সাদাকালো দিন
তাদের নাভি তাদের যৌনতা তাদের খিদে
আর একটা ধোঁয়া উঠতে থাকা ফুটবল
ভাতের থালায়
পাম্প করছে
আর ফুরিয়ে যাচ্ছে সেই রূপক
* # *
আমাদের সবার একটা গ্যালারি ছিলো
আর একটা গ্যালারির ছিলাম আমরা
আর একটা মেহিকান ওয়েভ
অথচ তরঙ্গদৈর্ঘ্য মিলছে না
আর হাতকামান আর টিয়ার গ্যাস
উর্দি আর জার্সির মধ্যে একটা ফারাক বুনছে
একটা মিহি সিনট্যাক্স
ড্রিবল করছে
অথচ
একটাই শুশুকের ভারী ছায়ার তলায়
বিনির্মিত রিপিট টেলিকাস্ট...
* # *
অথচ ঘুমের কবিতায়
স্বপ্ন নিয়ে
একটাও পঙক্তি আসেনি
শেষ দৃশ্যে
হ্যালো নামের একটা রুমাল
মনে পড়ছে না
অর্ধেক জেগে থাকার উপমায়
শুধু ছায়াবদলের কথা এলো একবার
শুধু কাগজকলমের কথায়
দীর্ঘ হয়ে যাওয়া প্রাচীন রাস্তার কথা...
অনেকদিন পর ব্লগে কেউ কবিতা প্রকাশ করলো। এর জন্য অনেক ধন্যবাদ নীলাব্জ। আগাছা গজিয়ে ওঠা বিমানকে সবুজমুক্ত করে নীলে ওড়ানোর জন্য।
ReplyDeleteকবিতা সুন্দর। গ্রাফ, জমিজরিপ, বৃত্তাকার, অর্ধসত্য, অর্ধ-অর্থ - এইস্মস্তের অলাতচক্র চমৎকার। ভরপুর কবিতা। কুশলী। মোগ্যাম্বো খুশ হুয়া।
ReplyDeletethanks Aryanil daa... kintu chhobigulo bodh hoy aaschhe naa. naa? jaaihok, ekTaa kaThin samaye (infact kaThin samay-Taa ekhono cholchhe) khub kasTo aar taaRaahuRo kore lekhaa eiTaa ekTaa patrikaar jonyo. seTaa sadyo prakaash peyechhe. bhaablaam lekhaaTaa ekhaane deoaa jaay...
ReplyDelete" যেকোনো থিমের শুরুয়াত
ReplyDeleteএকটা মানচিত্রের কথা নিয়ে আসে
আর মানচিত্র নিয়ে কথা শুরু হলেই
তখন একটা কফিমগের কথা এসে যায়"
কবিতা ভাল লাগল এতটুকু বলতে পারি-- আলোচনা আমার ঠিক আসে না (পেটে বিদ্যের অভাবে)-- এ কথা বিদিত । তবে ওপরের ওই চার লাইন দিয়ে শুরুয়াত একদম ভাল লাগল না । কারণ বলতে গেলে স্টেটমেন্ট যখন করতেই হয় তখন সেটা খুব ভাল ভাবে ভেবে করাই ভাল-- স্ট্রাকচার গত ভাবে তাকে আকর্ষণীয় করা যেতে পারে -- অথবা খুব লুজ রেখে ডাউনপ্লে করা যেতে পারে -- এখানে না ঘর কা না ঘাট কা -- আর ওই "শুরুয়াত" ইত্যাদি শব্দ কোন স্পেশাল এফেক্ট দিচ্ছে না বরং কায়দা মারানো-কে বোঝাচ্ছে -- (মারানো কথাটা ব্যবহার করতে হল বলে সরি-- ওটা না হলে ভাবপ্রকাশ ঠিক হচ্ছিল না ) -- লেখা চলুক আলোচনা চলুক ।
সব্য
নীলাব্জ এখানে কবিতায় প্রকাশের 'ধরণ' টা অবলম্বন করেছে, বা সাবজেক্ট গুলো যেই ভাবে ব্যবহার করেছে, আমি নিজে সেই ভাবে গত কিছু মাস লেখার কথা ভাবছি। আমার লেখা ভালো লেগেছে
ReplyDeleteসব্যদা, থ্যাঙ্ক ইউ। টিপিক্যাল শুভাকাঙ্ক্ষীর মতো মন্তব্য করলে। ভালোটায় না, কালোটায় ফেললে আলোটা। ঠিক ঠিক ভাবপ্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... :D... ওই শুরুটার ব্যাখ্যা অবশ্য আছে একপিস। থাক...
ReplyDeleteসুকান্ত, ভালো লাগলো... ভরসা পেলাম...