Thursday, January 5, 2012

History repeats itself
I am history
I have every right to repeat myself
--
স্মৃতিও কমলা হল
সমস্ত দোটানা যেভাবে কমলা হয়ে যায়
ভালো লাগে কর্মসূত্রে
নিজের থেকে দূরে থাকা
পিঁপড়ের ঢিবির পাশে উবু হয়ে
নিজেকেও মনে রাখা,
ছুটকো প্রশ্রয়, সিগারেট দু’একটা
কিছুটা তো সঙ্গত হওয়া যায়
কিছুটাকে সঙ্গত করে তোলা
হৃদ্যতার কাছে বসে থাকো
ভালো লাগে তোমার অস্পষ্টতা
তুলনাপ্রবণ ঘাসে রোদ পড়ে
একই রোদ গ্রীলেও আছড়ায়
স্মৃতির সাথে পাল্লা দিয়ে সক্ষমতা বাড়ে
আর সব কিছু কমলা হয়ে যায় ।
-------------------

হাত
---
তোমার স্তিমিত হাতে
ধ্বনি ও স্বরূপ দুই ক্রীড়াশীল
অল্প অল্প ভাপ ওড়ে
আলগা হয়ে যায় বিকেল
আঘাতের কথা মনে পড়ে
সারল্যের কথা
পূর্ণতা কী ভাবে অব্যবহৃত হয়ে থেকে যায়
তার কথা, স্তিমিত হাতের কথা
অল্প অল্প ভাপ ওড়ে
--
সময় নয় ঘড়িটিই একটা ধারণা
আর ধারণা মাত্রেই যে অপারগ
ধার নেই, ভার নেই
ধারণ করতে পারে না বহন করতে পারে না
এটা বুঝতে এতদিন ঘড়ি পরে বেড়ালাম
মিথ্যে মিথ্যি কব্জিতে রোদ পড়ল না বহুকাল
--
হাতের কাছেই আছে সব কিছু
স্পর্শটুকু ছাড়া
এমনকী ভুল করে ভুলে যাওয়া
ঠিক করে নেওয়ার মত অঙ্ক
আর কত লোক হাত নেড়ে চলে গেল
চিনে না চিনে
সবাইকে বলি-- ভালো থাক তোমাদের হাত
হাতে লেখা মতামতগুলো
ভালো থাক হাতে হাতে অতঃপররাজি
--
টেবিলে তরঙ্গ ছিল
খানিকটা পড়ে আছে আঁচ
অবারিত আর্বান হাতে কাঁপা-কাঁপা গ্রামীণ কবিতা
আমিও লিখেছি
টেবিলে তরঙ্গ ছিল
তাহাতে পড়িয়াছিল কৃষ্ণচূড়ার ছায়া
শহুরে ও ফিকে কৃষ্ণকায়
হাতের ছায়ার পাশে অর্থহীন অথচ
মানানসই
--
শুশ্রূষা কাহার হাতে – এমত প্রশ্নের উঠানে ঝাড়ু পড়ে – পাতাগুলি ওড়ে শুদ্ধশীল । প্রতিশ্রুতিময় সেই সব পাতা, চোখের, হাতের, কবিতার খাতার, অজস্র যাতনার পাতা । আঘাতের মতই সরল ও বিবেচনাহীন ।
--
দূরের কাঠামোগুলি আলোকিত ছিল, ফলে দূর, দূরতর ছিল । ভারসাম্য ছিল—দৃশ্য যেমনই হোক, দৃষ্টিতে যে ভারসাম্য থাকে... এইসব আমাদের ঋণী থাকার গল্প, অনুভূত হয়ে ওঠার প্ররোচনা ও পদ্ধতিময় ...রাত বাড়ছিল, আলো বাড়ছিল, ছায়া বাড়ছিল—দূরগুলি দূরতর ছিল । অল্প অল্প ভাপ উড়ছিল ম্যুরাল কারখানায় ।


পরিবিষয়ী নয়, অবিষয়ী কিছু বলা যেতে পারে । পোষ্ট করা ঠিক হল কি-না বুঝতে পারছি না-- তবু...

5 comments:

  1. তা হয়তো হলো না। তবে লেখার চিন্তাশীলতা ভালো লেগেছে।
    নানা জ্ঞানশাখা ও দিক থেকে একাধিক বিষয়ভাবনাকে দেখার মতো কবিতা এই ব্লগে কমে যাচ্ছে কিন্তু। লেখা উৎকৃষ্ট হলেও টপিকাল হয়ে যাচ্ছে। Its not multi-epistemological. শুরুর সময় কিন্তু আমরা সেইটা চেয়েছিলাম।

    আর্যনীল

    ReplyDelete
  2. গোড়ায় ইংরেজি লাইন বেশ কাঁচা লাগছে। এমন করা যায় না ? -

    since the self is offered
    as proof of history
    it repeats itself

    আর একটা সাজেশান। "হাত" মাঝাখানে শীর্ষক হয়ে এলো কেন ? শীর্ষক না রাখলে অই অংশটাকে অতটা বিষয়মুখি মনে হবে না, পরের অংশের সাথে লাইন বদলের শান্টিঙ্গে ঝাঁকানি হবে না।

    মোটের অপর লেখা চমৎকার। মেধাবী ও ক্রমাগত চিন্তা-জাগানিয়া। বারবার ফিরে গিয়ে পড়ার মতো লেখা।

    ReplyDelete
  3. অদ্ভুত ভালো কবিতা সব্য। বহুদিন পর একটা কবিতা পড়ে মন ভালো হয়ে গেল। মনে হচ্ছে সত্যিই কেন কব্জিকে রোদ দিলাম না মিথ্যে মিথ্যে। অথচ রোদের সঙ্গে সহবাস করব বলেই তো এই যাত্রা।

    হাত শীর্ষক বাদ দিয়ে পড়লে আরো ভালো লাগছে।

    কিন্তু আমার মনে হচ্ছে সব ধরণের কবিতাই পোষ্ট হোক, না হলে জানব কি করে কোনটা পরিবিষয়ী হল? আমি যেটা পরিবিষয়ী বলে ভাবছি, অন্যেও সেটা ভাবছে কিনা এটা জানার জন্যই তো পোষ্ট করা। এবং পরিবিষয়ী হল কি হল না সেটাও সোজাসুজি এই ধরণের আলোচনা হওয়া জরুরি। আর্যনীল যেভাবে দুর্বল অংশগুলো নিয়ে আলোচনা করে সেটা খুব হেল্‌দি এবং ভালো লাগা।

    ReplyDelete
  4. "দূরের কাঠামোগুলি আলোকিত ছিল,ফলে দূর দূরতর ছিল"...
    ভালো,ভালো।

    ReplyDelete
  5. "History repeats itself
    I am history
    I have every right to repeat myself"


    I guess you guys got too serious with it. It was meant to be a joke. Building a vertical logical conclusion from a cliche and a statement-- লিমিটেশান কে প্রোজেক্ট করার জন্য । তোমাদের রিয়াকশান দেখে মনে হচ্ছে কেচে গন্ডুশ করেছি । হাত, শিরোনাম বাদ দিলে মিলে যেত জানি-- আমি জাস্ট গিজ্জির "Hawthorn" ধরণের একটা কাজ করতে চাইছিলাম । সেন্ট্রিপিটাল কাজ । এই হল ব্যাপার দিন কয়েক অসুবিধায় আছি । পড়া লেখা সব বন্ধ । ভালো থেক সবাই ।

    ReplyDelete