Thursday, June 25, 2015

দর্শনের কুয়োর ভেতর পড়ে যাওয়া তোমাকে / নীলাব্জ চক্রবর্তী


আমার অনেকটা ভেতরে ঢুকে এই সময়টা যাচ্ছে... গ্যালারির জন্য ক্যাপটিভ অডিয়েন্সের জন্য সারাৎসার শুধু... ক্রয়ক্ষমতা নামের একটা সরু সরলরেখার ওপর মৃদু ও তৎসম হয়ে আসা এই যাতায়াত... কাট... ট্রলি... বিজ্ঞাপন খেতে খেতে দেখছে সারাদিন ধরে বৃষ্টির ওপর কাঁচের টুকরো ঝরে পড়ছে পরপর... দর্শনের কুয়োর ভেতর পড়ে যাওয়া তোমাকে দেখতে পাচ্ছি আসলে একটা সামাজিক ভোরের ভেতর ইস্তক... অনুবাদযোগ্যতায় দেখতে পাচ্ছি...

রঙ থেকে মুখ গড়িয়ে পড়ছে
মুখোশের ছেলে
খুলে রাখছে কমফর্ট জোন
ভান করছে
আর নেমে যাচ্ছে মাংসসভ্যতায়
কারও জানলায়
একটা শীতল দিন
পড়ে যাচ্ছে
রিক্সার পাদানি থেকে
টাওয়ার অবধি বিকেল হাঁটছে
এডিট করা বৃষ্টিতে
রবারের ফিকে রাস্তা
আমায় ফিরিয়ে দিচ্ছে না
ওই স্থিতিস্থাপক দিনের আদল
মুঠো মুঠো স্তনের পাথর
কনভেয়ার বেল্টের গায়ে জড়িয়ে যাওয়া
কবিতাভাবনা
কখনো কেউ পড়বে ভেবে

বানানো অনুভূতিগুলোর জন্য কষ্ট হচ্ছে এখন...

No comments:

Post a Comment