Bitter man, bitter
man
This is where we
stop
Bitter man, the
snow’ll wash you off
So the world’s
moved on
And its fallacies
dry
Oh what are you
without them
An image forever
wry
Bitter man, bitter
man
Here will the
feather drop
Bitter man, the
snow’ll write you off
(Vigo’s
song *)
--
So this is the winter
where Vigo went
down
On his haunches
A still aroma of a
repressed trigger is all that’s going to stay
White walls, a
white street, white waters and a distant enamel ship
We claimed that we
could talk, but no sounds came out
The glass rattled,
whisky sloshed
A feather dropped
and detonated
Smokes and mirrors
Wish you was here
to witness my absence
From all those that
mattered
Wish I were as well
…
--
তোমার সহসা আর তোর পুনরায়
এই সব ভাল লাগা আছে
চাপ ধাতুর থেকে অভিকর্ষ সরিয়ে নেয়া
অনুনয় ইত্যাদি ছুটকো ছাটকা অবয়ব...
সমস্ত...সব
গাছকে গাছ পেরিয়ে যাচ্ছে সময়
আর সময়কে পেরিয়ে যাওয়া দ্বিধা
এইসব আমার স্বতন্ত্রতা – কী করে ছেড়ে ফেলি আত্মঋণ
অনুগত জটিলতাগুলো
ভাব আমাদেরও প্রাচ্য হৃদয়গুলি সুপাচ্য
হবে
জেলির বয়ামে নুনজলে প্রতিষ্ঠা পাবে
হে কহানি আমার, হে প্রাজন্মিক মাথার
বেদনা
(*ভিগো কে ?
ভিগো এক অন্তরায়, দৈত্যাকার বামন বিশেষ,
যার ছায়া পরিত্যক্ত গোধুলির ধারে পুলের
তলায়
পড়ে থাকে
কায়া ঘোরে সুমাত্রা মাদ্রিদে লবণের
ক্ষেতে
আর বরফের স্বপ্নে ক্রমশ মথিত হয়
এই সব শোক
আমাদের ছায়ায় বসে, বিকীরণ ঢেলে দেয়
প্রপাতে কন্দরে অধোঃ ও ঊর্দ্ধবোধে
নিয়মানুমানে)
স্যুরিয়ালিটির সঙ্গে এ লেখার সম্পর্ক নেই
। অধিবাস্তবফাস্তব আওড়ালে জিভ ছিঁড়ে নেব শালা, মাইরি বলছি ক্যাঁচাল করবেন না ।
যাই হোক –
হে কহানি আমার, হে প্রাজন্মিক মাথার
বেদনা
মাছের রেসিপির পাশে ওঁত পাতা বেড়ালের ডাক
প্রতীক প্রতীক শুধু, কাননে কুসুম-- তোমার
কী
গোদা ভাষা নেই ?
ভাষা কী আঁধারের থাকে ? জাহাজ ডুবলে
অন্তরীপের গায়ে ঢেউ নেমে আসে
ছুটন্ত বঁটির সামনে ছাই মাখা কইমাছের যে
ভাষা
কানকো থেকে আঙ্গুলের ডগে
ব্যাথা দিয়ে ব্যাথাকে ঢাকার প্রক্রিয়া
টনটনে মগজের পাশে বর্ণান্ধ বিস্ফোট জাগে
লিপিত হয়ে যাও তবে, থিওরেমা হয়ে
বর্ষার রিকশায় ওঠো
জিপসী মেয়েদের ফ্রকে, উল্কিসিক্ত বাহু
বেয়ে
সাপের মণীষা হয়ে কাঁদো, কাতরাও
আর মাল খাও প্রচন্ড গভীর
আমাকে সাঁতলে নাও, তেলের কড়ায়
মৌরী ফোড়নে, আদা ও মরিচ বাটা
তারপর গুলাশে ডুবিয়ে নাও রুটি ও ব্যাঞ্জো
উৎসব হোক
তোমার সহসা আর তোর পুনরায়
এই সব ভাল লাগা আছে
আর আমিও তো তেমন নাগরিক নই
রমণকালে বালিশের পোজিশান নিয়ে খুব
ওয়াকিবহাল
আঙুর বাগানের পাশে যারা থাকে
তারা আজো গান গায় কাঁকড়ার খোল চুষে খেতে
খেতে
লেবু চিপে নেয় আঙ্গুলের ক্ষতে
এই মুহূর্তে যখন খুব ঘরবাড়ি নেই
গাড়ির হর্ণের পাশে গাড়ি নেই
উত্যক্ত পার্কিং লটে প্রিয়জনের কবর থেকে
ফেরা
ডাউন ব্যাটারি
যেন জাহাজের খবর এল
আমাদের খোলের ভেতর নির্জনতা চারিয়ে এল
চিবুকবিন্দু নিয়ে ভ্রুক্ষেপগুলো
বুকশেলফে জাল জমছে
বরফের বাড়িঘর নিয়ে জটিলতা
ক্ষত যাদের ভোগায় তারা ফিরিয়ে ফিরিয়ে আনে
সময়
যেমন সত্তরের বেলবটমে একদিন শহর ভরে গেল
আমরা তাকিয়ে দেখলাম পথপোঁছ
“ম্যায়নে পেয়ার কিয়া”-টুপি
সামগানের তালে মার্চপাস্ট
আমাদের ছায়ারা আক্রমণ করবে আমাদের
ছায়াদের
এই তো সত্য, শাস্তির প্রার্থনায় ঘন হয়ে
উঠবে
আমাদের প্রতীক্ষা
ঠকঠকে আলোর দিকে তাকিয়ে তাকিয়ে
খুব ভালো হয়ে উঠবে একটা সময়
Bitter man, bitter man
It’s a life not to be
Bitter man, we’ll sail off to the sea
So the world’s moved on
And its songs turned to dirt
Oh what are you without songs
Merely a withering gust
Bitter man, bitter man
Here the feather will drop
Bitter man, the wind will dust you off
(Vigo’s song**)
So this is the
summer where Vigo
went down
On his haunches
A still aroma of
lavender is all that’s going to stay
Green fumes
emanating from meadows, a green balustrade
Mosses gather on
marble tombstones
The glass rattles,
whisky sloshes
Green detonates, it
rains green…
It’s a life we all
wanted
It’s a life we’re
never going to live
Wish you was here
to witness my absence
From all those that
mattered
Wish I were as well
…
তোমার সহসা আর তোর পুনরায়
এই সব ভাল লাগা আছে
ভাল লাগে প্রকৃতির কাছে এসে
মানুষের অন্ধ হয়ে যাওয়া
দূর যে কবে এক পাহাড় হয়ে এল
আমাদের কাছে তার অবসাদ জমা
মাছ ধরে ফেরার ক্লান্তি
অপেক্ষাকে গুটিয়ে ফেলার ক্লান্তি
(**ভিগো কে ?
ভিগো এক অন্তরাল, খর্বাকায় দানববিশেষ
বুচড়খানায় যার পুদিনাগন্ধী ছায়া
শুকরীর পেট চিরে বার করে আনে নাড়িভুড়ি
সারারাত সসেজ বানায়
কায়া ঘোরে বোর্ণিও ডাবলিনে কয়লাখামারে
মরুর স্বপ্নে ক্রমশ মথিত হয়
এই সব শোক
আমাদের আস্তিনে স্পৃহা ঢেলে দেয়
চোরাবালি ভরা এক বালুঘড়ি ধরে সময় মাপার)
এই তো আমগাছ আর ঐ তার সীমাবদ্ধতা
সীমাবদ্ধতার মধ্যে একটানা বেড়ালের স্তব্ধ
ঘুরঘুর
ফলে দরজা লোপাট করে দিতে কতটুকু ব্যয় হয়
জানলা বাড়িয়ে বেড়ালের স্বপ্নকে ডাকি
পাখিদের ভয়ভাট্টা ডাকি
বাক্সবন্দী করে ফেলে রাখি ক্ষিধে
শূন্যেরো মাঝার
ও ঘরবাড়ি ভালা না আমার
এরপরও ঠোঁটের কাঠামো থেকে
হাসিদের চলে যেতে বল
দুহাতে বিষয় ধরে উপমাআশ্রিত
সীমার্পিত হয়ে যেতে প্রেরণা যোগাও
প্রেরণায় ভেতর আমগাছ ধরে
আর একটানা বেড়ালের স্তব্ধ ঘুরঘুর
তোমার সহসা আর তোর পুনরায়
ফিরে আসে
Bitter man, bitter man
The light’ll play its tricks
Bitter man, listen, how the shadow drips
So the world’s
moved on
And all its cats
gone mute
Bitter man, it’s
time
You play your
Hamlin flute
Bitter man, bitter
man
Here will the
killing stop
Bitter man, the
smoke’ll cure you off
(Vigo’s song***)
{Never needed a
barometer to realize that
My job was a high
pressure one
Always thought of
growing lawns
Now I walk on a
lawn of thoughts
Deep into my own
disturbances
And disturbances
are personal-- aren’t they
So is murder, so akin to a soliloquy lost
amongst hue and cry
From a sepia photograph Faulkner said—“The
past is never dead”
It’s perhaps as well that we still swear
by “sweet Jesus” and not “sweet Adolf”
Inquisitions in any form notwithstanding}
Anyway,
So this is the fall where Vigo went down
On his haunches
A still aroma of fear is all that’s going
to stay
Copper hued faces coming out of a sepia
photo
Clanking memories and the copper voice
Of Faulkner uttering –“past is never dead”
A past dropped, a past detonated – copper
shards everywhere
A past we longed to avoid
A past we never could breach
Wish you was here
to witness my absence
From all those that
mattered
Wish I were as well
…
তোমার সহসা আর তোর পুনরায়
এই সব ভাল লাগা আছে
ভালো আছে সব সমবায়
তন্তু ও আসক্তির টান ও পোড়েনে
সম্পর্ক ঘটে আর বিকর্ষণের কথা রটে যায়
ভালো লাগে,
সম্পর্কের কাছে নীচু হয়ে আসা
বিক্রিয়াহীন এক ভোর চারটের কাছে
আমিও তো তেমন নাগরিক নই
ঘোলাটেপনার ব্যাপারে খুব ওয়াকিবহাল
মেচেতার দাগের ভেতর যে মাংস ঘুমায়
তার চাহিদা আমাকে সান্দ্র করে তোলে—সমস্ত শীতলতার মধ্যেও
আমাদের অস্বীকারের রেঞ্জ পেরিয়ে
এত দূরে চলে গেছে সীমাবদ্ধতা—
তাকে আর সীমানা বলতেও দ্বিধা হয়
তবে দ্বিধার মধ্যে ভাল থাকো
ভাল থাকো উৎকণ্ঠাপ্রবণ
হুজ্জুতি করুণা মীমাংসা নিয়ে
নিহিত শৃঙ্খলায় ভাল থাকো
(***ভিগো কে?
ভিগো এক অন্ধকার, নাস্তিক ঈশ্বর বিশেষ
কাচের খাঁচায় প্রতিচ্ছবির গায়ে
আঁচড়ের চিহ্ন না দেখে আস্বস্ত হয়
অথচ আমাজন ঘাটশিলা, সর্বত্র অভ্রের খনি
কোনঠাসা করে ফেলে তাকে, ঘিরে ধরে তার
নিরাময়
এই সব শোক
আমাদের ইতিহাসে স্থিতি এনে দেয়
নিজেকে আকন্ঠ হারিয়ে
যে স্থিতির খোঁজ পাওয়া যায়)
এইখানে তুমি, আর ওইখানে, আমার তোমাকে মনে
রাখা
সুরুয়ার গন্ধে মনে পড়ে তোমার দোটানা
তোমার গন্ধ মনে নেই
তবে কিছু স্মৃতিকে বাড়িয়ে দিতে বল
নিজেকে সেলাই করে নিতে নিতে
স্পর্শের শালীনতা নিয়ে কথা বল
বরফের জানলার ভেতর থেকে দেখা
এক ঋতু আগের মেপল-কে দেখ—তার ভাসমান পাতা—নেপথ্য
হলুদ
কোথাও অর্থ নেই, কোথাও শব্দ নেই, আমাদের
অভিধান নেই
অভিধানে রেফারেন্স থাকে-- শব্দ থাকে না ।
Bitter man, bitter man
This is a life that’s gone
Bitter man, not you, I was the cynical one
So the world’s
moved on
And all its mud
turned bricks
Bitter man, it’s
time
We forge our bag-o-tricks
Bitter man, bitter
man
Here will the remembrance
stop
Bitter man, your memory’ll
drop you off
(Vigo’s song****)
So this is the
spring where Vigo
went down
On his haunches
A faint aroma of
plastic alphabets is all that’s going to stay
A yellow bridge
gulps a yellow cab under the yellow sun
I wished that I
remain, but no figure came running out.
It’s not poetry--
people are saying—“just
plain meaningless junk”
“Come
on, who’s this punk?”
Words fall, words
detonate
The glass shimmers,
whisky sloshes
It’s a life we all
loathed
But it’s a life I’ve
got to live
Wish you was here
to witness my absence
From all those that
mattered
Wish I were as well
…
তোমার সহসা আর তোর পুনরায়
এই সব ভাল লাগা আছে
কালো সুতোর খোঁজে অন্ধকার হাতড়ে বেড়ানো
ধাতুর ঝরণার নীচে
এমন আকীর্ণ থাকা যেন সূঁচ একটা ধারণা
মাত্র
অন্ততঃ বিঁধে যাওয়ার পূর্ব মুহূর্তে
দক্ষতার ভেতর বিলুপ্ত হয়ে যাচ্ছে যে
ঘোড়াগুলো
শেষবার তাদের কেশরে হাত মুছে ফেলা
ব্যস্তভাবে শুভরাত্রি বলে মাদার গাছের
নীচে ঠায় বসে থাকা
খুব জেগে থাকা
অকপট জেগে থাকা শূন্যেরো মাঝার
ও ঘরবাড়ি ভালা না আমার
(***ভিগো কে?
ভিগো এক বন্ধঘর, স্তব্ধতার স্পন্দন বিশেষ
অন্ধত্বের লোভে, কানা গলি ধরে
অনুসরণ করে নিজের ছায়াকে
নাইরোবি বার্লিনে ধুসর জামার ক্ষেতে
চোখ পুঁতে আসে
আর বরফ যুদ্ধের মহড়ায় বার বার গোহারাণ
হারে
এই সব শোক
আমাদের কাঠের পায়ের গোডাউন জুড়ে
ঘুণ চাষ করে)