(অনেকদিন এই ফোরামে আসতে পারছিনা ষহরের বাইরে বাইরে থাকার জন্য। তারপরও মাঝে মাঝে এসে স্পিরিট/ ইন্সপায়ারেশন নিয়ে গেছি চমৎকার সব কবিতা, আলোচনা থেকে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে একটা লেখা পোস্ট করে আবার ডুব মারছি।
আর্যনীলদা, অন্যত্র আপনার র্যাঁবো-র উপর লেখা, সংবাদ, কবিতা অনুবাদ খুব ভালো লেগেছে। রিফ্রেশিং ছিল লেখাটা আমার কাছে। অনেকদিন পর কবিতার বাতাস বওয়া টের পেলাম মনে। ধনয়বাদ)
দুপুরে মিরপুর রোড
নগ্নতার একটা মিষ্টিপণা আছে
যদিও তা অধিকাংশেই কদর্যতায় রূপান্তরিত হয়
নগ্নতার একটা কদর্যতা আছে
মিষ্টিপণায় তাহা আনবার জন্য
আমি দুপুর দুইটায় বাসের মধ্যে খোপ
বাসের কাউন্টারে ঝিলিমিলি
মিষ্টি লোকটার অকৃত্রিম মূখ
বাসগুলার একটা কদর্যতা আছে
দুপুর আড়াইটায় তারা ছেড়ে যাবে
গাবতলী, সাভারের প্লাবিত ভুমিগুলা
আমাদের অধিকাংশ কথাগুলা যেইরকম
মিষ্টিপণায় তা অনুবাদ করার জন্যে -
--- ---
- আমি রবীন্দ্রনাথ
খুঁজতে খুঁজতে ধর্ম ডিঙায়ে আসি
একই দিনে পর পর মসজিদ এবং চর্যাপদ দেখি
সংরক্ষণবাদীতা, একটা আয়েশীপণার
মধ্যে যত অনানুদিত রূপ
আমি তাদেরকে দেখিনা একটা
মার্বেলের মত টোকা দেই
একটা সাধারণতঃ টিশার্ট পরিহিত ব্যাবসায়ীকূল
গঠনবাদীতায় অনুদিত তোমাদের কথাকূল
না রে আমার ক্রেডিট কার্ড নাইরে
একটা বাসের কদর্যপণা,
তুমি কি সৌন্দর্যপণায় অনুদিত হবেনা?
--- ---
এইভাবে নিজেকে ক্ষমা করি একটা পয়সা ছিটকে দেই
বুড়া আঙুলে অনামিকায় দারূন কৌশলে
ঘন ঘন হাসি হাসি যৌনতার সংরক্ষণে
বেশি রূপ নাকি উৎপাদনে যৌনতার
সংরক্ষণ অনুদিত হয়েছিল বলে
উৎপাদনে এত ভয়
উৎপাদন একটা মাংকি (একটা বান্দর)
মত খুব একটা
দেঁতো হাসি দিচ্ছে দিচ্ছে ব্যাবসায়ীকূল
তাদের মধ্যে একটা খুব
গান গাইবার চেষ্টা করছে যার অধিকাংশ
কদর্যতায় দুপুরে এই মিরপুর রোডে হাসছে
অনেক দিন পর আপনার লেখা পড়লাম। গাবতলি মিরপুর রোড - হথাৎ গতবছরের কথা মনে পড়লো। যাই হোক । সৌন্দর্যপনা ,কদর্যতা, মিষ্টিপণা - পড়ে গতকালের একটা দৃশ্য মনে পড়ছে। একটা ছেলেকে রাস্তায় দেখলাম, মাথার দুইপাশের চুপ শেভ করা। মাঝের অংশ, মানে, ঘাড়ের মাঝ থেকে কপালের মাঝ পর্যন্ত চুলগুলা ৬ ইঞ্চি লম্বা খাড়া খাড়া এবং রেডিয়াম সবুজ রঙ করা। মনে হলো ছেলেটা আমাদের সৌন্দর্যবোধ এবং কদর্যতার বোধ নিয়ে মজা করছে মিষ্টি ভঙ্গিতে।
ReplyDelete* * *
আপনার লেখায় একটা সূক্ষ্ম চেঞ্জ আসছে যেন। "মিষ্টি বসন্তদিনে..." এর কবিতাগুলো থেকে এই লেখার ভঙ্গি যেন কোথায় সূক্ষ্মভাবে আলাদা।
আরো লেখা পোস্ট কইরেন সামনে।
aapnaar lekhaa poRte gele JeTaa hoy jee I feel like imitating your style...it seems so simple and so charming... kintu imitate korte gele bojhaa Jaay, how difficult it is... i8ntellectually khub wridhdha naa hole ebhaabe lekhaa Jaay naa...
ReplyDeleteexactly! intellectually, manane Riddhi naa thaakale ebhaabe lekhaa Jaay naa. ki chamatkaar lekhaa. aamaar kaachhe ei dharaNer treatment "paribishhayee" kenanaa bhaabanaa ekaadhik, theme ekaadhik, athacha ek theke anye kebal chale Jaaoaa nei, feraa aachhe eba`m taader samparkatita kare tolaar cheshhTaa aachhe. dbanber jaigaa aachhe - mishhTipaNaa o kadarJataa, nagnataa o aarhaal - eisamasta dbandba o dbitbake ek adhbut rasaayane miliye debaar prayaas aachhe.
ReplyDeleteJeTaa Raad er lekhaar ekaTaa bishhishhTataa bale aamaar mane hay seTaa halo - kothaao kothaao khub mananasheel chintaa [eba`m khub bichitra sei chintaapaddhati] aabaar kothaao kothaao khun intuitive rachanaa - ei duyer ek mishraN. eba`m saadaa bhaashhaay, kathya bhaashhaay balaa. beshi bhaashhaar kaayadaar jaigaa takhani toiri hay Jakhan kabir aasale chintaar jaigaa hay nei, aar nayato natun kichhu balaar nei. Jaar bhaabanaar, chintaar [eba`m bichitra mananer] jaigaa aachhe taake bhaashhaar kaarikuri ekaTu kam karate habe.