Circumcontentive Poetry is granular. It is an assembly of many kinds of grains, iota, shreds, and smidgeons. Collage techniques are its automatic choice, an assembly language is its perfect embodiment.
এইটা বেশ নতুন একটা ধরণের প্রেসেন্টেশান। ছবিটা নিয়ে ভাবতে ভাবতে হাতে এলো প্রতিশ্রুতির বিপরীতে পরিকল্পনা নয় - তাহলে পৃথক করতে চাইছি কাকে - বিযুক্তি সম্ভাবনার অপর একটা নাম - আবার হাতে এলো ঝুঁকি। অসম্ভব একটা ভালো লাগা তৈরি হচ্ছে। রিলেট করতে চাইছি ছবিটার সঙ্গে। দারুণ এই নতুন প্রসেস। অভিমান সম্পর্কে কবি একটা বিবৃতি দিচ্ছেন - প্রচলিত সময়ের এককে ক্ষণস্থায়ী - মেনে নিলাম, মানে মনে নিলাম। কিন্তু বিবর্তনের হাতিয়ার - আমি জীবনে দেখিনি এই বিবর্তন।
এইটা বেশ নতুন একটা ধরণের প্রেসেন্টেশান। ছবিটা নিয়ে ভাবতে ভাবতে হাতে এলো প্রতিশ্রুতির বিপরীতে পরিকল্পনা নয় - তাহলে পৃথক করতে চাইছি কাকে - বিযুক্তি সম্ভাবনার অপর একটা নাম - আবার হাতে এলো ঝুঁকি। অসম্ভব একটা ভালো লাগা তৈরি হচ্ছে। রিলেট করতে চাইছি ছবিটার সঙ্গে। দারুণ এই নতুন প্রসেস।
ReplyDeleteঅভিমান সম্পর্কে কবি একটা বিবৃতি দিচ্ছেন - প্রচলিত সময়ের এককে ক্ষণস্থায়ী - মেনে নিলাম, মানে মনে নিলাম। কিন্তু বিবর্তনের হাতিয়ার - আমি জীবনে দেখিনি এই বিবর্তন।
eTaa sukantar break-thru poem. eiTaa eba`m ei parJaayer lekhaalikhi. aamaraa ekebaare anya ek sukantar paayer shabda shunate paachchhi....
ReplyDelete