Thursday, August 2, 2012

কোনোদিন অফিসে বসে যে কবিতাটা লেখা হবে

২৬/০৭/২০১২

একটি নিপুণতায়
খুলে নেওয়া সেতুহীন তারিখহীন
মার্চপাস্ট আর প্রসাধন
বদলে যাচ্ছে          পাশ ফেরার সমীকরণ
নাচস্কুলের জন্য
বিপরীত ক্রিয়ার অক্ষরমালা
বেজে উঠছে ...

২৭/০৭/২০১২

ছবিগুলোর নীল
অন্যরকম কবিতায়      ঢুকে যাচ্ছে
ভুলো আইল্যান্ড
ক্লোজ শটের রেখাগুলো ...

৩০/০৭/২০১২

অলৌকিক বাতিঘরের জন্য কোনও দরজা
একটা আগ্রাসী আপেল          দ্রুত পর্দারা
ল্যান্ডস্কেপ ছিঁড়ে ফেলছে
ফিরে যাচ্ছে কলনরেখাদের কাছে

ভারসাম্যের কথাও ভাবুন
আর গোড়ালি থেকে একটা-দুটো হুইসল ...

০১/০৮/২০১২

যে শব্দগুলো           আলগা হয়ে যাওয়ার কথা
যে চাবিগুলোর ক্রমশ শরীর            ডালপালায়
যাঁরা এইমাত্র          হাত নাড়তে নাড়তে
ভুল গন্তব্যে ফেলে আসছেন
শ্বাস ও হারপুনের জোয়ার
মনে পড়বে না
আয়নার ভেতর হাত দিয়ে
একটা রূপককে টেনে বার করে আনা ...

০২/০৮/২০১২

পেকে উঠছে পেশল রাস্তার টং
ত্বক ফুঁড়ে এই বিরতির শ্রাব্যতা
কেমন সামান্য হয়ে যাচ্ছে ...

1 comment:

  1. "আয়নার" ভিতর হাত দিয়ে একটা "রূপককে" টেনে বার করে আনা... দারুন লাগলো। ঘুরিয়ে ভাবলে কেমন দাঁড়ায় ভাবছি - "রূপকের" ভিতর হাত দিয়ে একটা "আয়না" বার করে আনা? আয়নাকে একটা পারসপেক্টিভ হিসাবে দেখা যাচ্ছে আরকি।

    শুভকামনা সহ।

    ReplyDelete