২৬/০৭/২০১২
একটি নিপুণতায়
খুলে নেওয়া সেতুহীন তারিখহীন
মার্চপাস্ট আর প্রসাধন
বদলে যাচ্ছে পাশ ফেরার
সমীকরণ
নাচস্কুলের জন্য
বিপরীত ক্রিয়ার
অক্ষরমালা
বেজে উঠছে ...
২৭/০৭/২০১২
ছবিগুলোর নীল
অন্যরকম কবিতায় ঢুকে যাচ্ছে
ভুলো আইল্যান্ড
ক্লোজ শটের রেখাগুলো ...
৩০/০৭/২০১২
অলৌকিক বাতিঘরের জন্য কোনও দরজা
একটা আগ্রাসী আপেল দ্রুত
পর্দারা
ল্যান্ডস্কেপ ছিঁড়ে ফেলছে
ফিরে যাচ্ছে কলনরেখাদের কাছে
ভারসাম্যের কথাও ভাবুন
আর গোড়ালি থেকে একটা-দুটো হুইসল ...
০১/০৮/২০১২
যে শব্দগুলো আলগা হয়ে যাওয়ার কথা
যে চাবিগুলোর ক্রমশ শরীর ডালপালায়
যাঁরা এইমাত্র হাত নাড়তে নাড়তে
ভুল গন্তব্যে ফেলে আসছেন
শ্বাস ও হারপুনের জোয়ার
মনে পড়বে না
আয়নার ভেতর হাত দিয়ে
একটা রূপককে টেনে বার করে আনা ...
০২/০৮/২০১২
পেকে উঠছে পেশল রাস্তার টং
ত্বক ফুঁড়ে এই বিরতির শ্রাব্যতা
কেমন সামান্য হয়ে যাচ্ছে
...
"আয়নার" ভিতর হাত দিয়ে একটা "রূপককে" টেনে বার করে আনা... দারুন লাগলো। ঘুরিয়ে ভাবলে কেমন দাঁড়ায় ভাবছি - "রূপকের" ভিতর হাত দিয়ে একটা "আয়না" বার করে আনা? আয়নাকে একটা পারসপেক্টিভ হিসাবে দেখা যাচ্ছে আরকি।
ReplyDeleteশুভকামনা সহ।