(অনেকদিন এই ফোরামে আসতে পারছিনা ষহরের বাইরে বাইরে থাকার জন্য। তারপরও মাঝে মাঝে এসে স্পিরিট/ ইন্সপায়ারেশন নিয়ে গেছি চমৎকার সব কবিতা, আলোচনা থেকে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে একটা লেখা পোস্ট করে আবার ডুব মারছি।
আর্যনীলদা, অন্যত্র আপনার র্যাঁবো-র উপর লেখা, সংবাদ, কবিতা অনুবাদ খুব ভালো লেগেছে। রিফ্রেশিং ছিল লেখাটা আমার কাছে। অনেকদিন পর কবিতার বাতাস বওয়া টের পেলাম মনে। ধনয়বাদ)
দুপুরে মিরপুর রোড
নগ্নতার একটা মিষ্টিপণা আছে
যদিও তা অধিকাংশেই কদর্যতায় রূপান্তরিত হয়
নগ্নতার একটা কদর্যতা আছে
মিষ্টিপণায় তাহা আনবার জন্য
আমি দুপুর দুইটায় বাসের মধ্যে খোপ
বাসের কাউন্টারে ঝিলিমিলি
মিষ্টি লোকটার অকৃত্রিম মূখ
বাসগুলার একটা কদর্যতা আছে
দুপুর আড়াইটায় তারা ছেড়ে যাবে
গাবতলী, সাভারের প্লাবিত ভুমিগুলা
আমাদের অধিকাংশ কথাগুলা যেইরকম
মিষ্টিপণায় তা অনুবাদ করার জন্যে -
--- ---
- আমি রবীন্দ্রনাথ
খুঁজতে খুঁজতে ধর্ম ডিঙায়ে আসি
একই দিনে পর পর মসজিদ এবং চর্যাপদ দেখি
সংরক্ষণবাদীতা, একটা আয়েশীপণার
মধ্যে যত অনানুদিত রূপ
আমি তাদেরকে দেখিনা একটা
মার্বেলের মত টোকা দেই
একটা সাধারণতঃ টিশার্ট পরিহিত ব্যাবসায়ীকূল
গঠনবাদীতায় অনুদিত তোমাদের কথাকূল
না রে আমার ক্রেডিট কার্ড নাইরে
একটা বাসের কদর্যপণা,
তুমি কি সৌন্দর্যপণায় অনুদিত হবেনা?
--- ---
এইভাবে নিজেকে ক্ষমা করি একটা পয়সা ছিটকে দেই
বুড়া আঙুলে অনামিকায় দারূন কৌশলে
ঘন ঘন হাসি হাসি যৌনতার সংরক্ষণে
বেশি রূপ নাকি উৎপাদনে যৌনতার
সংরক্ষণ অনুদিত হয়েছিল বলে
উৎপাদনে এত ভয়
উৎপাদন একটা মাংকি (একটা বান্দর)
মত খুব একটা
দেঁতো হাসি দিচ্ছে দিচ্ছে ব্যাবসায়ীকূল
তাদের মধ্যে একটা খুব
গান গাইবার চেষ্টা করছে যার অধিকাংশ
কদর্যতায় দুপুরে এই মিরপুর রোডে হাসছে
Circumcontentive Poetry is granular. It is an assembly of many kinds of grains, iota, shreds, and smidgeons. Collage techniques are its automatic choice, an assembly language is its perfect embodiment.
Sunday, July 17, 2011
Saturday, July 16, 2011
Friday, July 1, 2011
Subscribe to:
Posts (Atom)