Friday, August 23, 2013

সম্পর্ক / নীলাব্জ চক্রবর্তী



সম্পর্কের ভেতর দিয়ে একটা তেকোনা আয়না
পারাপার করছে               তার সেপিয়ায়
কোনাকুনি
এগিয়ে আসছে
                পিছিয়ে যাচ্ছে
প্রাচীন মধ্যমাসূত্র
বরং সমনৈকট্যের কথায়
দূরত্ব                   বজায় রাখুন
বরং ধাতব বিরতির কথায়
শনাক্ত করা হোক
আঙুল রাখার রাস্তা
কতটা অযৌন হয়ে যাচ্ছে সেই ম্যাজিক
এইভাবে
আমার অনার্যনীল মিঠেকড়া কবিতার লাইনগুলোর
খয়েরী ছায়ায়
আপাতত স্থির হয়ে থাকা টোটেমের ফুঁ
ক্যামোন উদ্বায়ী নুনঘরের ভেতর
ভুলে যাচ্ছে রং ফেলে আসার নিনজা টেকনিক...