এটা কখনোই একটা দীর্ঘ কবিতা নয় / নীলাব্জ চক্রবর্তী
এইসব শীতকালীন মাপজোখ
আপনার ডিম ফ্যাটানোর বাটিতে
দুলাইন লেন্স ফেলে যাওয়ার কথা
কীভাবে ফেনার ভেতর দিয়ে শহরের রামধনু
আর পুরনো কাসুন্দির দাগ নিয়ে এলো
পেন্টহাউস প্রসঙ্গে একবার গাছবাড়ির কথাও
আর চলমান এই ছায়া ছায়া উড়ে যাওয়া বোঝাতে
হ্যালো, আমি এখন ঠিক কী রঙের ইমোশন আঁকবো
কবিতার লোকাল শরীরে ঠিক কোন কোন অলঙ্কার
দানা বাঁধবে জল ছুঁড়বে
>>>> বুনে দিয়ে যাবে
উপেক্ষার যেসব কথা আমরা মনে রাখতে চাইনি
অথচ বিদ্যুৎ বানাবার স্কেচখাতায়
বৃক্ষরোপণ প্রণালীও লেখা হয়ে থাক
গাঢ় হাইফেনের পাশেপাশেই কমিক রিলিফের মনোলগ
আর চাকার পুনরাবিষ্কারের কথায়
পার্কিং লটের সমস্ত মরা ঘাসের কথা
--- ।। --- ।। ---
প্রতিদিন লেখার টেবিলে ফিরে আসা
নোনতা জলছাপের কথা
ভাবতে ভাবতে
বরং দুচারটে অজ্ঞানশাখার কথা ভাবা যাক
falling into the darkness
যে অন্ধকারের ভেতর
বন্ধ হয়ে যাওয়া একেকটা দীর্ঘ কবিতার
জানলা দরজাগুলো
বরং বাতিল কুয়াশালিপির ওপর দিয়ে চলে যাওয়া
পাইলের রিগ বিষয়ক সতর্কতা নিয়ে কোনো কথা
চেয়ার উপচে মাংসরাশি ও নিকোটিন
হেলানো হাইহিল নিয়ে কোনো কথা...