Wednesday, December 1, 2010

হিরণ্ময় ইশারা

মৃত্যু কোনো অলখমুখর পাখি নয়
হিরণ্ময় নৈঃশব্দ্য এক

শব্দের ভেতর হেঁটে আসা সমূদ্রপথ
বিমুগ্ধবন্দরে নোঙর নামাচ্ছে হাইব্রিড যাপন
সান্ধ্যনাট্যম থেকে সাজখসানো অভিনয়
মাইমমোহন করছে ড্রইংরুম

পুরোনো পাঁজর ঘেঁষে লাবে ডুব দেওয়া সময়বন্ধনীর খুলে রাখা ব্র্যাকেটগুলোঃ

- লভ্‌ থেকে কেটে রাখা লভ্যাংশ

- শোণিতমগ্ন বিহ্বলতা

- কামুফ্লাজে রাখা বার্তাসমূহ

- ইশারাপাখির ডাক

আসলে সময়ের কোনো বেজে ওঠা নেই
মোহপুরাণের ব্যান্ডখোলা কাল
জন্মলগ্ন থেকে অশ্রুত রয়ে গেছে
অনন্ত শূন্যের বৃশ্চিকসরণীতে

সূত্রমন্ডলীর টেনে রাখা ছড়ে গুটিবাঁধা অভিমান
নিঝুম নক্ষত্রে ফেলে আসে নাভি
আঙুলে জড়ানো শব্দেরা নৈঃশব্দ্য ডাকলে
ইশারাসুদূর নক্ষত্র সমাবেশে জেগে ওঠে
আরো এক গহীন অশ্বিনী

No comments:

Post a Comment