পরিবিষয়ী কবিতা নয়। তবু কি মনে হলো ২২ বছর আগে, জামশেদপুরে লেখা ও সেই বিখ্যাত পি/১৪-র টেবিলে পড়া একটা কবিতা পোস্ট করলাম। তরুণ সম্পূর্ণ অপ্রকাশিত কবিকে সেদিন কৌরবরা অনেক ভরসা, অনেক হরষা দিয়েছিলো। স্বদেশদার অনুরোধে কবিতাটা দোবারা পড়তে হয়। কোনো বইতে দেওয়া হয়নি। "খেলার নাম সবুজায়ন" দ্বিতীয় এডিশনে রাখতে ইচ্ছে করলো। স্রেফ নস্টালজিয়ার খাতিরে।
====================================
দূরে কলকাতা
শুধু একদিন ভাবতে চাই একদম একা
এক বনপোষ কীভাবে আসে রক্তচেতনায়
এখন যেহেতু দূর থেকে যাই মৃৎমুখর তোমায় দেখছি চালচিত্রে
এখন যেহেতু দূর থেকে যাই অনুপুঙ্খ তীব্রতর
হাজার হাজার পিপীলিকাপাখা ট্র্যাফিক খুললো
এত মোবাইক কি কলকাতায় ছিলো ?
সবুজ মারুতির পাশে অনেক ঘোড়ার গ্রাসাচ্ছাদন
সবুজ কিছু ঘাসের পাশে অলীক বেড়া
অলীক বেড়া টেনে অনেক মাঠের দৌড়, গ্রাসাচ্ছাদন
এখন যেহেতু দূর থেকে যাই বারবার দেখতে পাই
মায়াবীকে তার রান্না হলো, রান্না শেষে তার ওইসব
আনাজখোসা, অর্থনীতি ......
মাতাকাশ! ভিক্টোরিয়া চূড়োয় তোমার কন্যা ঘুরতো
ঘুরে দেখতো। এখন ঘোরেনা। জুড়ে দেখছে, দূরে দেখছে
কোথায় শুষ্ক পত্রমোচী পাতার তথ্যে ভরপুর হলো
পরিসংখ্যান আরো অনেক ভীষণ জরুরী
এমন বেলায় যেতে চাই আমি কলকাতা যেতে দূর থেকে চাই
এমন বেলায় যেতে চাই আমি কলকাতা যেতে দূর থেকে চাই
শুধু একদিন ভাবতে চাই একদম একা
এক বনপোষ কীভাবে আসে রক্তচেতনায়।
'banposhh' chokh Taanlo Aryanil daa... 22 bachhar aager abhinaba, ekhono...
ReplyDelete--- Nilabja
ধন্যবাদ নীলাব্জ। এত বছর পরে কবিতাটা সেদিন আবিষ্কার করে, পড়তে গিয়ে একটাই শব্দ ও ব্যবহার ভালো লাগলো। কিছুটা নবীনতা হয়তো ছিলো সেদিনের সেই ব্যবহারে। শব্দটা "গ্রাসাচ্ছাদন"। যা ময়দানের ঘাস খাওয়া ঘোড়াদের দেখে যেমন মনে হয়েছিলো, তেমনি হেমন্তের "grass"-আচ্ছাদিত ময়দান দেখেও। :-)
ReplyDeleteঅপরূপ কবিতা
ReplyDelete