Circumcontentive Poetry is granular. It is an assembly of many kinds of grains, iota, shreds, and smidgeons. Collage techniques are its automatic choice, an assembly language is its perfect embodiment.
Sunday, August 7, 2011
কৌরব ১১৩-র জন্য লেখা চাইছি
সুধীজন! এই ব্লগের সমস্ত সদস্যকে আগামী বইমেলায় প্রকাশিতব্য কৌরব ১১৩ নম্বর সংখ্যার "পরিবিষয়ী" কবিতা অংশের জন্য বেশ কিছু কবিতা [এই ব্লগে লেখা ও তার বাইরে] যত্ন করে একটা word file- য়ে লিখে এবং পাশাপাশি pdf করে আমাকে অক্টবরের শেষ সপ্তাহের মধ্যে পাঠাতে অনুরোধ করছি। গত কয়েকমাসে এই ব্লগে অসম্ভব ভালো, সুন্দর, অভিনব, অভিজাত, সৃষ্টিশীল ও মননঋদ্ধ কবিতা প্রকাশিত হয়েছে। এর জন্য সবার প্রতি আমার কৃতজ্ঞতা রইলো।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment